রবিবার, ২৬ মার্চ, ২০২৩ ০০:০০ টা
যুদ্ধ উত্তেজনা সিরিয়ায়

মার্কিন বিমান হামলায় নিহত বেড়ে ১৯

প্রতিদিন ডেস্ক

সিরিয়ার উত্তরাঞ্চলীয় হাসাকা শহরের কাছে মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনী ঘাঁটিতে ইরানপন্থি গেরিলা হামলার পর মার্কিন বাহিনী পাল্টা হামলা চালিয়েছে। খবরে বলা হয়, পূর্বাঞ্চলে ইরানপন্থি বাহিনীগুলোর স্থাপনায় মার্কিন বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। সূত্র : রয়টার্স। গতকাল সিরিয়ার যুদ্ধ পর্যবেক্ষণকারী যুক্তরাজ্যভিত্তিক গোষ্ঠী ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ জানায়, সিরিয়ায় কয়েক বছরের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানপন্থি বাহিনীগুলোর মধ্যে এটি সবচেয়ে প্রাণঘাতী পাল্টাপাল্টি হামলার ঘটনা। বৃহস্পতিবার সিরিয়ার উত্তরাঞ্চলীয় হাসাকা শহরের কাছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনীর ঘাঁটিতে এক ড্রোন হামলায় এক মার্কিন ঠিকাদার নিহত ও আরেকজন আহত এবং আরও পাঁচ মার্কিন সেনা আহত হয়। তিনটি ড্রোন দিয়ে হামলাটি চালানো হলেও দুটি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয় কিন্তু অপরটি ঘাঁটিতে আঘাত হানে। এই ড্রোনগুলোর উৎস ইরান বলে মূল্যায়ন মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর। এর জবাবে ওই দিন রাতেই মার্কিন এফ-১৫ জঙ্গি বিমানগুলো ইরানের ইসলামিক রেভলুশনারি গার্ডস কোর (আইআরজিসি) এর সঙ্গে সম্পর্কিত গোষ্ঠীগুলোর ব্যবহৃত স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় বলে জানিয়েছে পেন্টাগন। সিরিয়ান অবজারভেটরি জানিয়েছে, মার্কিন হামলায় যে ১৯ জন নিহত হয়েছেন তাদের মধ্যে তিনজন সিরীয় সেনা, ১১ জন সরকারপন্থি মিলিশিয়া এবং পাঁচজন সিরিয়ার সরকারপন্থি বিদেশি যোদ্ধা রয়েছেন। অবজারভেটরির প্রধান রামি আবদেল রহমান ওই বিদেশি যোদ্ধাদের জাতীয়তা নির্দিষ্ট করে জানাননি। প্রাপ্ত খবর অনুযায়ী, দুই পক্ষের মধ্যে প্রাথমিক এসব ঘটনার পর আরও হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে সিরিয়ার আল ওমর তেল ক্ষেত্রের কাছে একটি মার্কিন ঘাঁটিতে হামলা হয়, এতে আরেক মার্কিন সেনা আহত হয়েছেন বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।

 

সর্বশেষ খবর