শুক্রবার, ৯ জুন, ২০২৩ ০০:০০ টা

স্বর্ণের দোকানে ভয়াবহ ডাকাতি, ব্যবসায়ীদের অবস্থান ধর্মঘট

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে ফিল্মি স্টাইলে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় দোকানপাট বন্ধ রেখে অবস্থান ধর্মঘট পালন করেছেন স্বর্ণ ব্যবসায়ীরা। গতকাল সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বাজুস লক্ষ্মীপুর জেলা শাখার আহ্বানে এ কর্মসূচি পালন করা হয়। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি দেওয়া হয়। জেলাব্যাপী পাঁচ শতাধিক স্বর্ণ ব্যবসায়ী এ কর্মসূচি পালন করেন।

অবস্থান কর্মসূচি থেকে বাজুসের জেলা শাখার সভাপতি হরিহর পাল বলেন, ঘটনার পর থেকে লক্ষ্মীপুরে স্বর্ণ ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়েছেন। ব্যবসায়ীদের নিরাপত্তার জন্য এ অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে। একই সঙ্গে ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। একই দাবি জানিয়েছেন সাধারণ ব্যবসায়ীরাও। এদিকে দুপুর ১২টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ। এ সময় তিনি জানান, লুট হওয়া কিছু মালামাল উদ্ধারসহ ডাকাতির ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এর আগে গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে লক্ষ্মীপুর শহরের কলেজ রোড এলাকার আর কে শিল্পালয়ে ফিল্মি স্টাইলে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় দোকান মালিক ও তার ছেলেকে কুপিয়ে আহত করে স্বর্ণালঙ্কার লুটে নেয় ডাকাত দল। পরে মুখোশ পরিহিত দুর্বৃত্তরা কয়েকটি ককটেল ফাটিয়ে গাড়িতে পালিয়ে যায়। যাওয়ার সময় শহরের ইটেরপুল এলাকায় দুর্বৃত্তদের ব্যবহৃত পিকআপভ্যান চাপায় জবিউল্যাহ মিয়া নামে এক পথচারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর