আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের বিষয়ে দুর্নীতি দমন কমিশন-দুদক অ্যাকশনে আছে। মামলার রায়ে যদি দুর্নীতিবাজ সাব্যস্ত হয় তবে তাকে দেশে ফিরে আসতেই হবে। এখানে সরকার কোনো আপস করবে না। গতকাল রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। র্যাবের ডিজি ও আইজি থাকা অবস্থায়ও বেনজীরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে, তাহলে সরকার এখন কেন সে দায় নেবে না? প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গণমাধ্যম কর্মীদের উদ্দেশে বলেন, পদে থাকা অবস্থায় কোনো মিডিয়া তো সাহস দেখিয়ে তার দুর্নীতির খবর প্রকাশ করেনি। সবশেষে বলেছে, দৈনিক কালের কণ্ঠ। যে সৎ সাহস আপনারা দেখাতে পারেননি, সেখানে এখন সরকারের ঘাড়ে দোষ চাপানো হচ্ছে কেন? ‘সরকার বেনজীরকে সিঙ্গাপুর এয়ারলাইনসে তুলে দিয়েছে’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন অভিযোগের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, তার সব কথা বাস্তবতা বিবর্জিত। অন্ধকারে ঢিল ছুড়লে তো হবে না। মির্জা ফখরুলের কাছে জানতে চাই, সরকারের কারা তাকে তুলে দিয়েছে। তিনি বলেন, মির্জা ফখরুলের সব দিকে ব্যর্থতার দগদগে ক্ষত। সে একজন ব্যর্থ নেতা। ১৫ বছর ধরে আন্দোলন করে আন্দোলনেও ব্যর্থ, নির্বাচনেও ব্যর্থ। নিজের দলের লোক সংসদে পাঠায় কিন্তু নিজে অংশগ্রহণ করা থেকে বিরত থাকে। তদন্ত চলা অবস্থায় বেনজীর যে দেশের বাইরে চলে গেলেন এটা কি অস্বাভাবিক নয়? এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, তারেক রহমান বাইরে আছেন তারপরও তার বিরুদ্ধে ট্যাক্সিফিকেশন মামলা হয়েছে। রায় হয়েছে। এক সময় না এক সময় তাকে দেশে আসতে হবে। তিনি বলেন, সরকার দুদকের স্বাধীনতায় হস্তক্ষেপ করেনি। তারা তাদের প্রক্রিয়ায় এগিয়ে যাচ্ছে। এখানে সরকারের অবশ্যই সমর্থন আছে। বেনজীর পদে থাকা অবস্থায় এমন বিপুল দুর্নীতির সঙ্গে যে জড়িত তা সরকারের না জানাটা বিভিন্ন গোয়েন্দা সংস্থার ব্যর্থতা কি না? জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ব্যর্থতা থাকলে সে ব্যর্থতারও বিচার হবে। এই দেশে ’৭৫ পরবর্তী সময়ে কোনো সরকার দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সৎ সাহস দেখাতে পারেনি। শেখ হাসিনা সরকার সে সৎ সাহস দেখিয়েছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর, উপ-দফতর সম্পাদক সায়েম খানসহ কেন্দ্রীয় নেতারা।
শিরোনাম
- শ্রম আইন সংশোধনকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র
- গোপালগঞ্জে চেয়ারম্যানদের নিয়ে ২ দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ
- সালমান এফ রহমান ও তার স্বার্থ সংশ্লিষ্টদের ১২ একর জমি জব্দ
- রাজধানীতে ঝুঁকিপূর্ণ ৩০০ ভবন চিহ্নিত : রাজউক চেয়ারম্যান
- তাপস ও তার সন্তানদের ২১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
- যুক্তরাষ্ট্র-কানাডাসহ ১৬ দেশে মধ্যরাত থেকে ভোটার নিবন্ধন শুরু
- ‘পুলিশ ও সিভিল প্রশাসন প্রজাতন্ত্রের কর্মচারী, ব্যক্তিগত নয়’
- চট্টগ্রামে হত্যা মামলার আসামি গ্রেপ্তার
- সাবেক এলজিআরডি মন্ত্রীর এপিএস ফুয়াদের সম্পত্তি ক্রোক
- দিনাজপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী’র মাঝে ছাগল ও গৃহ নির্মাণ উপকরণ বিতরণ
- ভোলার প্রবীণ সাংবাদিক এম হাবিবুর রহমান আর নেই
- সাত দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় পরিবহন শ্রমিকদের মানববন্ধন
- নৌবাহিনীর নবীন নাবিকদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
- আইসিইউতে ৪১ শতাংশ রোগীর দেহে অ্যান্টিবায়োটিক কাজ করছে না: আইইডিসিআর
- ক্ষমতায় এলে গণমাধ্যম সংস্কারে অগ্রাধিকার দেবে বিএনপি : ফখরুল
- রাবির ২ শিক্ষককে সাময়িক বহিষ্কার
- ‘খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের কারণেই বারবার গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করেছে’
- চুয়াডাঙ্গায় আট দফা দাবিতে নার্সদের স্মারকলিপি প্রদান
- সীমান্তে তারকাঁটার বেড়া কর্তনের সময় গরু চোরাকারবারী আটক
- ঘরে বসে মেট্রোরেলের কার্ড রিচার্জ চালু হচ্ছে মঙ্গলবার