আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের বিষয়ে দুর্নীতি দমন কমিশন-দুদক অ্যাকশনে আছে। মামলার রায়ে যদি দুর্নীতিবাজ সাব্যস্ত হয় তবে তাকে দেশে ফিরে আসতেই হবে। এখানে সরকার কোনো আপস করবে না। গতকাল রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। র্যাবের ডিজি ও আইজি থাকা অবস্থায়ও বেনজীরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে, তাহলে সরকার এখন কেন সে দায় নেবে না? প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গণমাধ্যম কর্মীদের উদ্দেশে বলেন, পদে থাকা অবস্থায় কোনো মিডিয়া তো সাহস দেখিয়ে তার দুর্নীতির খবর প্রকাশ করেনি। সবশেষে বলেছে, দৈনিক কালের কণ্ঠ। যে সৎ সাহস আপনারা দেখাতে পারেননি, সেখানে এখন সরকারের ঘাড়ে দোষ চাপানো হচ্ছে কেন? ‘সরকার বেনজীরকে সিঙ্গাপুর এয়ারলাইনসে তুলে দিয়েছে’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন অভিযোগের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, তার সব কথা বাস্তবতা বিবর্জিত। অন্ধকারে ঢিল ছুড়লে তো হবে না। মির্জা ফখরুলের কাছে জানতে চাই, সরকারের কারা তাকে তুলে দিয়েছে। তিনি বলেন, মির্জা ফখরুলের সব দিকে ব্যর্থতার দগদগে ক্ষত। সে একজন ব্যর্থ নেতা। ১৫ বছর ধরে আন্দোলন করে আন্দোলনেও ব্যর্থ, নির্বাচনেও ব্যর্থ। নিজের দলের লোক সংসদে পাঠায় কিন্তু নিজে অংশগ্রহণ করা থেকে বিরত থাকে। তদন্ত চলা অবস্থায় বেনজীর যে দেশের বাইরে চলে গেলেন এটা কি অস্বাভাবিক নয়? এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, তারেক রহমান বাইরে আছেন তারপরও তার বিরুদ্ধে ট্যাক্সিফিকেশন মামলা হয়েছে। রায় হয়েছে। এক সময় না এক সময় তাকে দেশে আসতে হবে। তিনি বলেন, সরকার দুদকের স্বাধীনতায় হস্তক্ষেপ করেনি। তারা তাদের প্রক্রিয়ায় এগিয়ে যাচ্ছে। এখানে সরকারের অবশ্যই সমর্থন আছে। বেনজীর পদে থাকা অবস্থায় এমন বিপুল দুর্নীতির সঙ্গে যে জড়িত তা সরকারের না জানাটা বিভিন্ন গোয়েন্দা সংস্থার ব্যর্থতা কি না? জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ব্যর্থতা থাকলে সে ব্যর্থতারও বিচার হবে। এই দেশে ’৭৫ পরবর্তী সময়ে কোনো সরকার দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সৎ সাহস দেখাতে পারেনি। শেখ হাসিনা সরকার সে সৎ সাহস দেখিয়েছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর, উপ-দফতর সম্পাদক সায়েম খানসহ কেন্দ্রীয় নেতারা।
শিরোনাম
- ৩৭ রানে ৮ উইকেট হারিয়ে সিরিজ হারল দক্ষিণ আফ্রিকা
- তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গড়তে এখনই ঐক্যবদ্ধভাবে কাজ করার সময় : নবীউল্লাহ নবী
- সমালোচনার মাঝেই শেষ হলো গামিনির বাংলাদেশ অধ্যায়
- অবশেষে মুখ খুললেন রাশমিকা, জানালেন কেন বিয়ে করছেন বিজয়কে
- ত্বকী হত্যায় জড়িত শামীম-অয়ন-আজমেরী-নিজাম: রফিউর রাব্বী
- বগুড়া আরডিএ’র নিয়োগ জালিয়াতি, জড়িতদের তথ্য পেয়েছে পুলিশ
- সংস্কৃতি মানুষকে সভ্য করে : কাদের গনি চৌধুরী
- মোবাইল আসক্তি বদলে দেবে দেহের গঠন
- ‘স্বাধীনতা রক্ষায় বিএনপিকে বিজয়ী করা ছাড়া বিকল্প নেই’
- আমরা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই : মির্জা ফখরুল
- বিশ্বনাথে ৬ চোরাই সিএনজি উদ্ধার, ১ আটক
- ‘আঙ্গুল বাঁকা করে ঘি খাওয়া’ ’৭১ সালেই প্রত্যক্ষ করেছে জনগণ : প্রিন্স
- দিনাজপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে মুক্তিযোদ্ধা সমাবেশ
- সংস্কার ছাড়া জনগণের কাছে আর কোনো নির্বাচন গ্রহণযোগ্য নয় : মামুনুল হক
- ২৩ মাঠ কর্মকর্তাকে বদলি করলো ইসি
- নেত্রকোনায় সীমান্তে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে : তৃপ্তি
- দাবি না মানলে ১১ নভেম্বর কঠোর কর্মসূচির ঘোষণা দেবে আট দল
- ইস্তাম্বুলে শান্তি আলোচনা ব্যর্থ, দায়ী পাকিস্তান: তালেবান
- ইলেকশন অবজারভার সোসাইটির আত্মপ্রকাশ
বেনজীর দোষী সাব্যস্ত হলে দেশে ফিরতেই হবে : কাদের
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর