আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের বিষয়ে দুর্নীতি দমন কমিশন-দুদক অ্যাকশনে আছে। মামলার রায়ে যদি দুর্নীতিবাজ সাব্যস্ত হয় তবে তাকে দেশে ফিরে আসতেই হবে। এখানে সরকার কোনো আপস করবে না। গতকাল রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। র্যাবের ডিজি ও আইজি থাকা অবস্থায়ও বেনজীরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে, তাহলে সরকার এখন কেন সে দায় নেবে না? প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গণমাধ্যম কর্মীদের উদ্দেশে বলেন, পদে থাকা অবস্থায় কোনো মিডিয়া তো সাহস দেখিয়ে তার দুর্নীতির খবর প্রকাশ করেনি। সবশেষে বলেছে, দৈনিক কালের কণ্ঠ। যে সৎ সাহস আপনারা দেখাতে পারেননি, সেখানে এখন সরকারের ঘাড়ে দোষ চাপানো হচ্ছে কেন? ‘সরকার বেনজীরকে সিঙ্গাপুর এয়ারলাইনসে তুলে দিয়েছে’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন অভিযোগের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, তার সব কথা বাস্তবতা বিবর্জিত। অন্ধকারে ঢিল ছুড়লে তো হবে না। মির্জা ফখরুলের কাছে জানতে চাই, সরকারের কারা তাকে তুলে দিয়েছে। তিনি বলেন, মির্জা ফখরুলের সব দিকে ব্যর্থতার দগদগে ক্ষত। সে একজন ব্যর্থ নেতা। ১৫ বছর ধরে আন্দোলন করে আন্দোলনেও ব্যর্থ, নির্বাচনেও ব্যর্থ। নিজের দলের লোক সংসদে পাঠায় কিন্তু নিজে অংশগ্রহণ করা থেকে বিরত থাকে। তদন্ত চলা অবস্থায় বেনজীর যে দেশের বাইরে চলে গেলেন এটা কি অস্বাভাবিক নয়? এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, তারেক রহমান বাইরে আছেন তারপরও তার বিরুদ্ধে ট্যাক্সিফিকেশন মামলা হয়েছে। রায় হয়েছে। এক সময় না এক সময় তাকে দেশে আসতে হবে। তিনি বলেন, সরকার দুদকের স্বাধীনতায় হস্তক্ষেপ করেনি। তারা তাদের প্রক্রিয়ায় এগিয়ে যাচ্ছে। এখানে সরকারের অবশ্যই সমর্থন আছে। বেনজীর পদে থাকা অবস্থায় এমন বিপুল দুর্নীতির সঙ্গে যে জড়িত তা সরকারের না জানাটা বিভিন্ন গোয়েন্দা সংস্থার ব্যর্থতা কি না? জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ব্যর্থতা থাকলে সে ব্যর্থতারও বিচার হবে। এই দেশে ’৭৫ পরবর্তী সময়ে কোনো সরকার দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সৎ সাহস দেখাতে পারেনি। শেখ হাসিনা সরকার সে সৎ সাহস দেখিয়েছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর, উপ-দফতর সম্পাদক সায়েম খানসহ কেন্দ্রীয় নেতারা।
শিরোনাম
- সুষ্ঠু নির্বাচনে সেনাবাহিনীই ভরসা
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- অনিশ্চয়তার ছায়ায় টালমাটাল অর্থনীতি
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
- স্বর্ণের দাম কমেছে
- সেই নবজাতক পরিবারের পাশে পুলিশ
- নাতবউকে ধর্ষণের অভিযোগে জুতাপেটা, পুলিশে সোপর্দ
- ভাড়া নিয়ে শ্রমিক ও শিক্ষার্থীদের সংঘর্ষ, দুই শতাধিক বাস ভাঙচুর
- সিংড়ায় শীতের আগমনে লেপ–তোষকের দোকানে ভিড়
- মিরপুরে বিআরটিএ এলাকায় ককটেল বিস্ফোরণ
- ‘আগামী নির্বাচনে নোয়াখালীর ৬টি আসন বিএনপিকে উপহার দেওয়া হবে’
- হাতিরঝিলে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে আগুন
- সোনারগাঁয়ে তাঁতী দলের আহ্বায়ক কমিটি ঘোষণা
- ‘নিরাপত্তার স্বার্থে’ জাবিতে রাত ১০টার পর যেকোনো অনুষ্ঠান নিষিদ্ধ
- ‘ধানের শীষে ভোট দিয়ে দেশকে রক্ষা করুন’
- মোংলায় জামায়াতে ইসলামীর ওলামা সম্মেলন অনুষ্ঠিত
- কাতারের মধ্যস্থতায় শান্তিচুক্তির পথে কঙ্গো ও এম২৩ বিদ্রোহীরা
- বিশ্বনাথে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন দুই সহস্রাধিক মানুষ
- বারী সিদ্দিকীর জন্মদিনে কেক কাটলেন হিমু পাঠক আড্ডার সদস্যরা