সম্প্রতি বাংলাদেশজুড়ে যে গণ আন্দোলন সংঘটিত হয়েছে তার পেছনে রয়েছে পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুঃশাসন-এমনটাই মনে করেন দেশটির বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। প্রায় ৯ বছর আগে হঠাৎ করে তার নিখোঁজ হয়ে যাওয়ার পেছনেও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনাকেই দায়ী করেছেন তিনি। ২০১৫ সাল থেকে ভারতের মেঘালয়ের শিলংয়ে অবস্থান করা এই বিএনপি নেতা দেশে ফিরে যাওয়ারও ইচ্ছা প্রকাশ করেছেন। মেঘালয় নিউজ২৪-কে দেওয়া এক সাক্ষাৎকারে বুধবার এসব কথা বলেন সালাহউদ্দিন। তিনি বলেন, পরপর তিনটি মেয়াদে জনসমর্থন না পেয়েও শেখ হাসিনা যেভাবে দেশ শাসন করেছেন, যেভাবে ত্রুটিপূর্ণ নির্বাচন হয়েছে- সেটা বিশ্বের ইতিহাসে নজিরবিহীন। বাংলাদেশে যেটা ঘটে চলেছে এটা তারই ফলাফল। উল্লেখ্য, ২০১৫ সালের ১০ মার্চ রাতে ঢাকার উত্তরার বাসা থেকে নিখোঁজ হয়ে যান সালাহউদ্দিন আহমেদ। নিখোঁজ হওয়ার প্রায় দুই মাস পর ১১ মে শিলংয়ের গলফ লিঙ্ক এলাকায় তার খোঁজ মেলে। কিন্তু ভারতে প্রবেশের কোনো বৈধ নথি না থাকার অভিযোগে পরদিন ১২ মে তাকে গ্রেপ্তার করে মেঘালয় পুলিশ। এরপর গত কয়েক বছর ধরে সেখানেই অবস্থান করছেন সালাহউদ্দিন। ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তার বিরুদ্ধে ১৪ ফরেনারস আইনে মামলাও করা হয়। ভারতীয় আদালতের নির্দেশের পর কারাগারে পাঠানো হয় তাকে। গত ২০১৫ সালের ৩ জুন আদালতে তার বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। তাতে বলা হয়, ভারতের শিলংয়ে বিএনপি নেতা সালাহউদ্দিনের উপস্থিতি উদ্দেশ্যপ্রণোদিত। বাংলাদেশে বেশ কয়েকটি মামলা ও অভিযোগের বিচার এড়াতেই তিনি ভারতে এসেছেন। পরবর্তীতে ২০১৬ সালের ২৯ আগস্ট প্রথমবার আদালতে ভারতীয় দন্ডবিধির ৩১৩ নম্বর ধারার অধীনে সালাহউদ্দিনের বয়ান রেকর্ড করা হয়। ২০১৮ সালে মেঘালয়ের ইস্ট খাসি হিলস জেলা আদালত সালাহউদ্দিন আহমেদকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগ থেকে খালাস দেন। গত বছরের ২৮ ফেব্রুয়ারি শিলংয়ের অতিরিক্ত ডেপুটি কমিশনারের আদালতও ২০১৮ সালের খালাসের আদেশ বহাল রেখে তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগ খালাস এবং নিজের দেশে ফিরে যাওয়ার অনুমতি দেন।
শিরোনাম
- আমরা জুলাই সনদ ও ঘোষণাপত্র আদায় করে ছাড়ব : নাহিদ
- বাংলাদেশের সর্বস্তরের মানুষের দাবি ইসলামপন্থীদের ঐক্য : মাসুদ সাঈদী
- চীনকে উড়িয়ে টানা তৃতীয় জয়ে শীর্ষে বাংলাদেশ
- নান্দাইলে বজ্রপাতে পিতা-পুত্রের করুণ মৃত্যু
- বিএনপি নির্বাচিত হলে প্রতিটি ঘরে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : টুকু
- রাজনীতি হবে দেশের স্বার্থে, জনমানুষের স্বার্থে : আখতার হোসেন
- বন্ধুত্ব থেকে প্রেমের সফল পরিণতি
- ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
- ইরানে আফগানদের গণবহিষ্কার, ছাড়তে না পারলে গ্রেফতার
- ভেজাল টক দই যেভাবে চিনবেন
- গাজায় চলছে যুদ্ধ, তেলআবিবে ক্ষোভ ও প্রতিবাদ
- হাসারাঙ্গার বিশ্বরেকর্ড
- হাসিনাসহ ১০০ জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ
- চুয়াডাঙ্গায় স্বাস্থ্য সহকারী নিয়োগে অনিয়মের অভিযোগ
- জলমহালের একমাত্র অধিকার প্রকৃত মৎস্যজীবীদের: ফরিদা আখতার
- ১০ম গ্রেডে উন্নীত হচ্ছেন প্রাথমিকের ৩০ হাজার প্রধান শিক্ষক
- ডেঙ্গু আক্রান্ত আরও ৩১৭ জন হাসপাতালে ভর্তি
- দেশে ২৪ ঘণ্টায় তিনজনের করোনা শনাক্ত
- ধর্ষণের শিকার হয়ে বিষ পান করা সেই কিশোরীকে বাঁচানো গেল না
- আমরা আশা করি একটা ঐকমত্যে পৌঁছাতে পারব : সালাহউদ্দিন
দুঃশাসনই গণ আন্দোলনের কারণ
কলকাতা প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর