সম্প্রতি বাংলাদেশজুড়ে যে গণ আন্দোলন সংঘটিত হয়েছে তার পেছনে রয়েছে পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুঃশাসন-এমনটাই মনে করেন দেশটির বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। প্রায় ৯ বছর আগে হঠাৎ করে তার নিখোঁজ হয়ে যাওয়ার পেছনেও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনাকেই দায়ী করেছেন তিনি। ২০১৫ সাল থেকে ভারতের মেঘালয়ের শিলংয়ে অবস্থান করা এই বিএনপি নেতা দেশে ফিরে যাওয়ারও ইচ্ছা প্রকাশ করেছেন। মেঘালয় নিউজ২৪-কে দেওয়া এক সাক্ষাৎকারে বুধবার এসব কথা বলেন সালাহউদ্দিন। তিনি বলেন, পরপর তিনটি মেয়াদে জনসমর্থন না পেয়েও শেখ হাসিনা যেভাবে দেশ শাসন করেছেন, যেভাবে ত্রুটিপূর্ণ নির্বাচন হয়েছে- সেটা বিশ্বের ইতিহাসে নজিরবিহীন। বাংলাদেশে যেটা ঘটে চলেছে এটা তারই ফলাফল। উল্লেখ্য, ২০১৫ সালের ১০ মার্চ রাতে ঢাকার উত্তরার বাসা থেকে নিখোঁজ হয়ে যান সালাহউদ্দিন আহমেদ। নিখোঁজ হওয়ার প্রায় দুই মাস পর ১১ মে শিলংয়ের গলফ লিঙ্ক এলাকায় তার খোঁজ মেলে। কিন্তু ভারতে প্রবেশের কোনো বৈধ নথি না থাকার অভিযোগে পরদিন ১২ মে তাকে গ্রেপ্তার করে মেঘালয় পুলিশ। এরপর গত কয়েক বছর ধরে সেখানেই অবস্থান করছেন সালাহউদ্দিন। ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তার বিরুদ্ধে ১৪ ফরেনারস আইনে মামলাও করা হয়। ভারতীয় আদালতের নির্দেশের পর কারাগারে পাঠানো হয় তাকে। গত ২০১৫ সালের ৩ জুন আদালতে তার বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। তাতে বলা হয়, ভারতের শিলংয়ে বিএনপি নেতা সালাহউদ্দিনের উপস্থিতি উদ্দেশ্যপ্রণোদিত। বাংলাদেশে বেশ কয়েকটি মামলা ও অভিযোগের বিচার এড়াতেই তিনি ভারতে এসেছেন। পরবর্তীতে ২০১৬ সালের ২৯ আগস্ট প্রথমবার আদালতে ভারতীয় দন্ডবিধির ৩১৩ নম্বর ধারার অধীনে সালাহউদ্দিনের বয়ান রেকর্ড করা হয়। ২০১৮ সালে মেঘালয়ের ইস্ট খাসি হিলস জেলা আদালত সালাহউদ্দিন আহমেদকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগ থেকে খালাস দেন। গত বছরের ২৮ ফেব্রুয়ারি শিলংয়ের অতিরিক্ত ডেপুটি কমিশনারের আদালতও ২০১৮ সালের খালাসের আদেশ বহাল রেখে তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগ খালাস এবং নিজের দেশে ফিরে যাওয়ার অনুমতি দেন।
শিরোনাম
- টঙ্গী থেকে নিখোঁজ ইমামকে পরিবারের কাছে হস্তান্তর
- শপথ নিলেন চাকসুর বিজয়ীরা
- অগ্নিনিরাপত্তা পরিদর্শন সপ্তাহ পালনের নির্দেশ প্রধান উপদেষ্টার
- আখাউড়ায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
- সৌদি আরবকে কটাক্ষ করে মাফ চাইলেন ইসরায়েলি মন্ত্রী
- ১৯ মাস পর সিরিজ জিতে দলের প্রশংসায় মিরাজ
- ‘চাই না আমার কথায় শাহরুখের সংসারে ঝড় উঠুক’
- বাংলাদেশে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হবে : জার্মান রাষ্ট্রদূত
- নাইজেরিয়ায় সেনাবাহিনীর অভিযানে নিহত ৫০
- সোশ্যাল মিডিয়ার গুঞ্জন উড়িয়ে ববি বললেন, সবই মিথ্যা
- রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাজ্যে গ্রেফতার ৩
- প্রোটিন পাউডারের নামে খাচ্ছেন কি? গবেষকদের সতর্কবার্তা
- আইজিপির সঙ্গে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
- যানবাহনের গতিসীমা সচেতনতায় মাস মিডিয়া ক্যাম্পেইন শুরু
- মোরেলগঞ্জে কালাম হত্যা মামলার পলাতক আসামি রাজধানীতে গ্রেপ্তার
- শ্রীপুরে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ
- সৌম্য ফর্মে ফিরে আবারও দেখালেন আশার আলো
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৭১২
- গাজায় তুর্কি সেনাদের ঢুকতে দেবেন না নেতানিয়াহু
- পশ্চিম তীর সংযুক্তিকরণ নিয়ে ইসরায়েলকে সতর্ক করল যুক্তরাষ্ট্র