সম্প্রতি বাংলাদেশজুড়ে যে গণ আন্দোলন সংঘটিত হয়েছে তার পেছনে রয়েছে পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুঃশাসন-এমনটাই মনে করেন দেশটির বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। প্রায় ৯ বছর আগে হঠাৎ করে তার নিখোঁজ হয়ে যাওয়ার পেছনেও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনাকেই দায়ী করেছেন তিনি। ২০১৫ সাল থেকে ভারতের মেঘালয়ের শিলংয়ে অবস্থান করা এই বিএনপি নেতা দেশে ফিরে যাওয়ারও ইচ্ছা প্রকাশ করেছেন। মেঘালয় নিউজ২৪-কে দেওয়া এক সাক্ষাৎকারে বুধবার এসব কথা বলেন সালাহউদ্দিন। তিনি বলেন, পরপর তিনটি মেয়াদে জনসমর্থন না পেয়েও শেখ হাসিনা যেভাবে দেশ শাসন করেছেন, যেভাবে ত্রুটিপূর্ণ নির্বাচন হয়েছে- সেটা বিশ্বের ইতিহাসে নজিরবিহীন। বাংলাদেশে যেটা ঘটে চলেছে এটা তারই ফলাফল। উল্লেখ্য, ২০১৫ সালের ১০ মার্চ রাতে ঢাকার উত্তরার বাসা থেকে নিখোঁজ হয়ে যান সালাহউদ্দিন আহমেদ। নিখোঁজ হওয়ার প্রায় দুই মাস পর ১১ মে শিলংয়ের গলফ লিঙ্ক এলাকায় তার খোঁজ মেলে। কিন্তু ভারতে প্রবেশের কোনো বৈধ নথি না থাকার অভিযোগে পরদিন ১২ মে তাকে গ্রেপ্তার করে মেঘালয় পুলিশ। এরপর গত কয়েক বছর ধরে সেখানেই অবস্থান করছেন সালাহউদ্দিন। ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তার বিরুদ্ধে ১৪ ফরেনারস আইনে মামলাও করা হয়। ভারতীয় আদালতের নির্দেশের পর কারাগারে পাঠানো হয় তাকে। গত ২০১৫ সালের ৩ জুন আদালতে তার বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। তাতে বলা হয়, ভারতের শিলংয়ে বিএনপি নেতা সালাহউদ্দিনের উপস্থিতি উদ্দেশ্যপ্রণোদিত। বাংলাদেশে বেশ কয়েকটি মামলা ও অভিযোগের বিচার এড়াতেই তিনি ভারতে এসেছেন। পরবর্তীতে ২০১৬ সালের ২৯ আগস্ট প্রথমবার আদালতে ভারতীয় দন্ডবিধির ৩১৩ নম্বর ধারার অধীনে সালাহউদ্দিনের বয়ান রেকর্ড করা হয়। ২০১৮ সালে মেঘালয়ের ইস্ট খাসি হিলস জেলা আদালত সালাহউদ্দিন আহমেদকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগ থেকে খালাস দেন। গত বছরের ২৮ ফেব্রুয়ারি শিলংয়ের অতিরিক্ত ডেপুটি কমিশনারের আদালতও ২০১৮ সালের খালাসের আদেশ বহাল রেখে তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগ খালাস এবং নিজের দেশে ফিরে যাওয়ার অনুমতি দেন।
শিরোনাম
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৯ জুলাই)
- বৈষম্য সংস্কৃতির শত্রু দারিদ্র্যও
- নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পেল না জিম্বাবুয়ে
- সেন্টমার্টিনে এক লাখ ৪০ ইয়াবাসহ গ্রেফতার ১৭
- এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ খতিয়ে দেখা দরকার : এ্যানি
- ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ বাটলারের
- মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা দ্রুত গেজেট আকারে প্রকাশ করা হবে : ধর্ম উপদেষ্টা
- উলভসের হল অব ফেমে জায়গা পেলেন জটা
- চূড়ান্ত সংগ্রামের ঘোষণা দিয়েছিলেন তারেক রহমান : রিজভী
- শ্রোতাদের জন্য হাবিবের নতুন গান ‘দিলানা’
- কোটি মানুষের একটাই দাবি—ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া : মঈন খান
- পঞ্চগড়ে বিএনপির মৌন মিছিল
- ইন্টারনেট শাটডাউন রোধে আসছে আইন : ফয়েজ আহমদ
- কাপ্তাই হ্রদের উন্নয়নে দুই উপদেষ্টার মতবিনিময়
- সরকারের কোলে একদল, কাঁধে আরেক দল : মির্জা আব্বাস
- চলতি মাসে জুলাই সনদ না হলে দায় সরকার আর ঐকমত্য কমিশনের : সালাহউদ্দিন
- সুনামগঞ্জে পানিতে ডুবে ৩ জনের মৃত্যু
- মার্কিন কূটনীতিকদের বিদেশি নির্বাচন নিয়ে মতামত না দিতে নির্দেশ
- বাফুফের ফুটসাল ট্রায়াল শুরু রবিবার
- গোপালগঞ্জে কারফিউয়ের সময় আরও বাড়ল