সম্প্রতি বাংলাদেশজুড়ে যে গণ আন্দোলন সংঘটিত হয়েছে তার পেছনে রয়েছে পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুঃশাসন-এমনটাই মনে করেন দেশটির বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। প্রায় ৯ বছর আগে হঠাৎ করে তার নিখোঁজ হয়ে যাওয়ার পেছনেও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনাকেই দায়ী করেছেন তিনি। ২০১৫ সাল থেকে ভারতের মেঘালয়ের শিলংয়ে অবস্থান করা এই বিএনপি নেতা দেশে ফিরে যাওয়ারও ইচ্ছা প্রকাশ করেছেন। মেঘালয় নিউজ২৪-কে দেওয়া এক সাক্ষাৎকারে বুধবার এসব কথা বলেন সালাহউদ্দিন। তিনি বলেন, পরপর তিনটি মেয়াদে জনসমর্থন না পেয়েও শেখ হাসিনা যেভাবে দেশ শাসন করেছেন, যেভাবে ত্রুটিপূর্ণ নির্বাচন হয়েছে- সেটা বিশ্বের ইতিহাসে নজিরবিহীন। বাংলাদেশে যেটা ঘটে চলেছে এটা তারই ফলাফল। উল্লেখ্য, ২০১৫ সালের ১০ মার্চ রাতে ঢাকার উত্তরার বাসা থেকে নিখোঁজ হয়ে যান সালাহউদ্দিন আহমেদ। নিখোঁজ হওয়ার প্রায় দুই মাস পর ১১ মে শিলংয়ের গলফ লিঙ্ক এলাকায় তার খোঁজ মেলে। কিন্তু ভারতে প্রবেশের কোনো বৈধ নথি না থাকার অভিযোগে পরদিন ১২ মে তাকে গ্রেপ্তার করে মেঘালয় পুলিশ। এরপর গত কয়েক বছর ধরে সেখানেই অবস্থান করছেন সালাহউদ্দিন। ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তার বিরুদ্ধে ১৪ ফরেনারস আইনে মামলাও করা হয়। ভারতীয় আদালতের নির্দেশের পর কারাগারে পাঠানো হয় তাকে। গত ২০১৫ সালের ৩ জুন আদালতে তার বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। তাতে বলা হয়, ভারতের শিলংয়ে বিএনপি নেতা সালাহউদ্দিনের উপস্থিতি উদ্দেশ্যপ্রণোদিত। বাংলাদেশে বেশ কয়েকটি মামলা ও অভিযোগের বিচার এড়াতেই তিনি ভারতে এসেছেন। পরবর্তীতে ২০১৬ সালের ২৯ আগস্ট প্রথমবার আদালতে ভারতীয় দন্ডবিধির ৩১৩ নম্বর ধারার অধীনে সালাহউদ্দিনের বয়ান রেকর্ড করা হয়। ২০১৮ সালে মেঘালয়ের ইস্ট খাসি হিলস জেলা আদালত সালাহউদ্দিন আহমেদকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগ থেকে খালাস দেন। গত বছরের ২৮ ফেব্রুয়ারি শিলংয়ের অতিরিক্ত ডেপুটি কমিশনারের আদালতও ২০১৮ সালের খালাসের আদেশ বহাল রেখে তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগ খালাস এবং নিজের দেশে ফিরে যাওয়ার অনুমতি দেন।
শিরোনাম
- মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আওয়াজ তুলতে হবে: এ্যানি
- রাতে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক
- নিয়ন্ত্রণ হারিয়ে শপিং কমপ্লেক্সে অটোরিকশা, আহত ২
- চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় নারীর মৃত্যু, আহত ২
- পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, গ্রেপ্তার ১১
- ভূমিকম্প আতঙ্কে ৬ দিনের জন্য বন্ধ জবি
- বিশ্বের বিভিন্ন স্থানে ২৪ ঘণ্টায় ৯৪ ভূমিকম্প
- বিশাল জয়ে মুশফিকের শততম টেস্ট রাঙালো বাংলাদেশ
- ঢাবির প্রভোস্ট কমিটির জরুরি সভায় তিন সিদ্ধান্ত
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৮
- নতুন করে ন্যান্সি-ইমরান গাইলেন সেই কালজয়ী গান
- খুচরা সার ডিলার বহাল রাখার দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন
- শেখ হাসিনা-জয়-পুতুলের বিরুদ্ধে পৃথক তিন মামলার রায় ২৭ নভেম্বর
- কুলাউড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ-সার বিতরণ
- বগুড়ায় ট্রাক চাপায় অটোরিকশা চালক নিহত
- টুঙ্গিপাড়ায় সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগের ৪৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
- রাজশাহীতে মাদকসহ ৬ কারবারি গ্রেপ্তার
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১০৪৫ মামলা
- ৪৮ ঘন্টার জন্য দেশের জ্বালানি কূপগুলোতে ড্রিলিং কার্যক্রম বন্ধ
- হবিগঞ্জে কৃষককে কুপিয়ে হত্যা
দুঃশাসনই গণ আন্দোলনের কারণ
কলকাতা প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর