সম্প্রতি বাংলাদেশজুড়ে যে গণ আন্দোলন সংঘটিত হয়েছে তার পেছনে রয়েছে পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুঃশাসন-এমনটাই মনে করেন দেশটির বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। প্রায় ৯ বছর আগে হঠাৎ করে তার নিখোঁজ হয়ে যাওয়ার পেছনেও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনাকেই দায়ী করেছেন তিনি। ২০১৫ সাল থেকে ভারতের মেঘালয়ের শিলংয়ে অবস্থান করা এই বিএনপি নেতা দেশে ফিরে যাওয়ারও ইচ্ছা প্রকাশ করেছেন। মেঘালয় নিউজ২৪-কে দেওয়া এক সাক্ষাৎকারে বুধবার এসব কথা বলেন সালাহউদ্দিন। তিনি বলেন, পরপর তিনটি মেয়াদে জনসমর্থন না পেয়েও শেখ হাসিনা যেভাবে দেশ শাসন করেছেন, যেভাবে ত্রুটিপূর্ণ নির্বাচন হয়েছে- সেটা বিশ্বের ইতিহাসে নজিরবিহীন। বাংলাদেশে যেটা ঘটে চলেছে এটা তারই ফলাফল। উল্লেখ্য, ২০১৫ সালের ১০ মার্চ রাতে ঢাকার উত্তরার বাসা থেকে নিখোঁজ হয়ে যান সালাহউদ্দিন আহমেদ। নিখোঁজ হওয়ার প্রায় দুই মাস পর ১১ মে শিলংয়ের গলফ লিঙ্ক এলাকায় তার খোঁজ মেলে। কিন্তু ভারতে প্রবেশের কোনো বৈধ নথি না থাকার অভিযোগে পরদিন ১২ মে তাকে গ্রেপ্তার করে মেঘালয় পুলিশ। এরপর গত কয়েক বছর ধরে সেখানেই অবস্থান করছেন সালাহউদ্দিন। ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তার বিরুদ্ধে ১৪ ফরেনারস আইনে মামলাও করা হয়। ভারতীয় আদালতের নির্দেশের পর কারাগারে পাঠানো হয় তাকে। গত ২০১৫ সালের ৩ জুন আদালতে তার বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। তাতে বলা হয়, ভারতের শিলংয়ে বিএনপি নেতা সালাহউদ্দিনের উপস্থিতি উদ্দেশ্যপ্রণোদিত। বাংলাদেশে বেশ কয়েকটি মামলা ও অভিযোগের বিচার এড়াতেই তিনি ভারতে এসেছেন। পরবর্তীতে ২০১৬ সালের ২৯ আগস্ট প্রথমবার আদালতে ভারতীয় দন্ডবিধির ৩১৩ নম্বর ধারার অধীনে সালাহউদ্দিনের বয়ান রেকর্ড করা হয়। ২০১৮ সালে মেঘালয়ের ইস্ট খাসি হিলস জেলা আদালত সালাহউদ্দিন আহমেদকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগ থেকে খালাস দেন। গত বছরের ২৮ ফেব্রুয়ারি শিলংয়ের অতিরিক্ত ডেপুটি কমিশনারের আদালতও ২০১৮ সালের খালাসের আদেশ বহাল রেখে তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগ খালাস এবং নিজের দেশে ফিরে যাওয়ার অনুমতি দেন।
শিরোনাম
- গাজায় ২৪ ঘণ্টায় নিহত আরও ৭১
- বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেই ছাড়ল ওয়েস্ট ইন্ডিজ
- শেখ হাসিনাকে ফেরত দেবে ভারত, আশা উপদেষ্টা আসিফের
- রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা আধুনিক বাংলাদেশের রূপরেখা
- এদেশের অর্থ-সম্পদ লুণ্ঠন করছে ফ্যাসিস্ট সরকার: গিয়াসউদ্দিন
- প্রশাসন ছাড়া অন্য ক্যাডারে বঞ্চিত কর্মকর্তাদের আবেদনের পরামর্শ
- হোয়াইটওয়াশ এড়াতে ৩২১ রান সংগ্রহ বাংলাদেশের
- ঢাকা-জয়দেবপুর রুটে চালু হচ্ছে চার জোড়া কমিউটার ট্রেন
- ঢাকায় উচ্চমাত্রার হর্ন ব্যবহার না করতে ডিএমপির নির্দেশনা
- পৌষের আগেই জেঁকে বসেছে শীত, সর্বনিম্ন তাপমাত্রা ৪ ডিগ্রিতে নামার আভাস
- আমরা আর কোনো রাজনৈতিক দলের হাতিয়ার হতে চাই না : ডিবিপ্রধান
- ব্যর্থ লিটন, ২৬ রানের মাঝে ৩ উইকেট হারিয়ে আবারও চাপে বাংলাদেশ
- ছাত্র-জনতার শক্তির কাছে স্বৈরাচার পরাজিত হবেই : মঈন খান
- ১৫০ ফুট গভীর গর্তে পড়ে যাওয়া আরিয়ানকে বাঁচানো গেল না
- কুষ্টিয়ায় হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার
- নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলেন লঙ্কান ক্রিকেটার ডিকভেলা
- সিরিয়ার নৌঘাঁটি থেকে সরে যাচ্ছে রাশিয়ার যুদ্ধজাহাজ
- সর্বকনিষ্ঠ দাবাড়ু বিশ্বচ্যাম্পিয়ন গুকেশ
- অভিযানে বাধা, কুষ্টিয়ায় ১০ ইটভাটা মালিকের বিরুদ্ধে মামলা
- ইন্টারনেট বন্ধ নিয়ে পলককে জিজ্ঞাসাবাদের অনুমতি
প্রকাশ:
০০:০০, শুক্রবার, ০৯ আগস্ট, ২০২৪
আপডেট:
দুঃশাসনই গণ আন্দোলনের কারণ
কলকাতা প্রতিনিধি
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
ভর্তির সুযোগ দাবিতে ‘অনুত্তীর্ণ’ চিকিৎসকদের বিক্ষোভ, অবরুদ্ধ বিএসএমএমইউ উপাচার্য
১৭ ঘন্টা আগে | ক্যাম্পাস
গণহত্যাকারীদের বিচার না হওয়া পর্যন্ত দেশে কোন নির্বাচন হতে পারে না: মামুনুল হক
১১ ঘন্টা আগে | রাজনীতি