বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ‘আমরা ১৭ বছর ধরে গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকারের জন্য আন্দোলন করেছি। সেই আন্দোলনের পথ ধরেই ফ্যাসিবাদের পতন হয়েছে। আমরা জুলাইয়ের প্রাপ্য মর্যাদা নিশ্চিত করব রাষ্ট্রীয় ও সাংবিধানিকভাবে। যেন ভবিষ্যতে কেউ জুলাই নিয়ে প্রশ্ন না তোলে।’ গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত ‘গণ অভ্যুত্থানের বাঁকবদলের দিন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, ‘জুলাই সনদ নিয়ে কাজ চলছে, তবে গতি খুব ধীর। আমি জানি না এত ধীরগতির হলে তারা আদৌ সফল হবে কি না। ১২ ফেব্রুয়ারি আমরা বিএনপির পক্ষ থেকে একটি খসড়া সনদ দিয়েছি, পরে তারা রিফাইন্ড ভার্সন চেয়েছে, সেটাও আমরা জমা দিয়েছি।’
আলোচনা সভায় অংশ নেন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসিরসহ ছাত্রদলের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বিভিন্ন ইউনিটের নেতা। এ ছাড়া ছাত্র ইউনিয়ন, ছাত্রমৈত্রী, ছাত্র অধিকার পরিষদ, ছাত্র মজলিস, ছাত্রফ্রন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, ঢাকা বিশ্ববিদ্যালয় মাইম অ্যাকশন সোসাইটি, পাহাড়ি ছাত্র পরিষদসহ অনেক সংগঠনের নেতা অংশ নেন এ আলোচনা সভায়। তবে এ আয়োজনে অনুপস্থিত ছিল ইসলামী ছাত্রশিবির। সভায় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘ছাত্রলীগের বিগত ১৫ বছরে অত্যাচার, নির্যাতন ও হত্যাযজ্ঞের যে রাজনীতি, তা থেকে আমরা এক বিরল ছাত্ররাজনীতি উপহার দিয়েছি।