ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। গতকাল চুক্তি অনুমোদনের পর থেকেই যুদ্ধবিরতি কার্যকর হয়। সমঝোতা অনুযায়ী, গাজা থেকে সেনা প্রত্যাহারের তিন দিনের মধ্যে হামাস সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে। বিপরীতে ইসরায়েলি কারাগার থেকে মুক্তি মিলবে প্রায় ১ হাজার ৭০০ ফিলিস্তিনির। সোম বা মঙ্গলবার বাকি জিম্মিদের মুক্তি দেওয়া হবে।
এদিকে যুদ্ধবিরতি ঘোষণার পর ইসরায়েল ও গাজার মানুষ উভয়ই স্বস্তি ও উদ্যাপনে মেতে ওঠে। হাজার হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনিকে গাজা উপত্যকার বিভিন্ন এলাকা থেকে নিজেদের পরিত্যক্ত বাড়ির পথে ফিরতে দেখা যায়। একই সঙ্গে ইসরায়েলি সেনারা গাজার কিছু অংশ থেকে সরে যেতে শুরু করেছে।
সমঝোতার আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতি আলোচনায় মধ্যস্থতা করার জন্য ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারীদের কাছ থেকে এ যুদ্ধের সমাপ্তির নিশ্চয়তা পেয়েছেন বলে জানান হামাসের নির্বাসিত গাজাপ্রধান খলিল আল-হাইয়া। মার্কিন প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন) জানায়, যুদ্ধবিরতি চুক্তির অগ্রগতি এবং মানবিক সহায়তার প্রবাহ তদারকি করতে ২০০ সেনার একটি টাস্কফোর্স পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।
অফিসিয়াল সূত্র বলছেন, সেনারা ইসরায়েলে অবস্থান করবে, গাজা উপত্যকায় প্রবেশ করবে না। টাস্কফোর্সে যুক্তরাষ্ট্র ছাড়াও মিসর, কাতার ও তুরস্কের সেনা প্রতিনিধি থাকবে। এ উদ্যোগে যোগ দিতে পারে সংযুক্ত আরব আমিরাতও।
ইসরায়েলের কারাগার থেকে মুক্ত শহীদুল আলম : বাংলাদেশি আলোকচিত্রী এবং মানবাধিকারকর্মী শহীদুল আলম ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়েছেন। তাকে একটি ফ্লাইটে করে তুরস্কে নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে এ আলোকচিত্রীকে দেশে ফিরিয়ে আনা হবে। এ ব্যাপারে তুরস্ক সার্বিক সহযোগিতা করছে। তুরস্কের সূত্রের বরাত দিয়ে গতকাল সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।
প্রেস উইং জানায়, শুক্রবার তুর্কি এয়ারলাইনসের একটি ফ্লাইটে ইসরায়েল থেকে ফিরে আসার পর ইস্তাম্বুলে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান শহীদুল আলমকে স্বাগত জানান।
এর আগে বিকালে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার জানান, গতকাল বিকালে ইসরায়েল থেকে একটি ফ্লাইট যাত্রা শুরু করে, যার মধ্যে শহীদুল আলম ছিলেন। টি কে ৬৯২১ নম্বর ফ্লাইটটি স্থানীয় সময় দুপুর আড়াইটার (বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৫টা) দিকে ইস্তাম্বুলে অবতরণ করার কথা। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস শহীদুল আলমের মুক্তি এবং ইসরায়েল থেকে তাকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে সহযোগিতার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানকে ধন্যবাদ জানিয়েছেন। আজাদ মজুমদার বলেন, শহীদুল আলম ইসরায়েলের হাতে অবৈধভাবে আটক হওয়ার পর জর্ডান, মিসর ও তুরস্কে অবস্থিত বাংলাদেশ দূতাবাসকে সেসব দেশের পররাষ্ট্র দপ্তরের সঙ্গে যোগাযোগ করে তাকে মুক্ত করতে দ্রুত উদ্যোগ নিতে বলা হয়। দূতাবাসগুলো সেই অনুযায়ী ব্যবস্থা নেয়। এর আগে গতকাল সকালে প্রেস উইং জানায়, ইসরায়েলের হাতে অবৈধভাবে আটক বাংলাদেশি আলোকচিত্রী এবং মানবাধিকারকর্মী শহীদুল আলমকে তুরস্কের সহায়তায় মুক্ত করে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।