২৮ জানুয়ারি, ২০২১ ১৪:৫৩

যুবাদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি করছে সামাজিক মাধ্যমের অতিরিক্ত ব্যবহার

অনলাইন ডেস্ক

যুবাদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি করছে সামাজিক মাধ্যমের অতিরিক্ত ব্যবহার

সামাজিক যোগাযোগ মাধ্যমের অতিরিক্ত ব্যবহার কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত করে বলে একটি গবেষণায় দাবি করা হয়েছে। এডুকেশন পলিসি ইন্সটিটিউট ও দ্য প্রিন্স ট্রাষ্টের যৌথ উদ্যোগে পরিচালিত গবেষণা এই দাবি করা হয়েছে।

গত বছরের নভেম্বরে যুক্তরাজ্যের ৫ হাজার তরুণ-তরুণীর পরিচালিত এই গবেষণায় বলা হয়েছে, প্রাথমিক স্কুলে থাকাকালীন প্রত্যেক শিক্ষার্থীর মানসিক স্বাস্থ্য প্রায় একই ধরনের হয়। তেমন উল্লেখযোগ্য কোনো পার্থক্য পরিলক্ষিত হয় না। তবে, ১৪ বছর বয়সের পর থেকে কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হতে থাকে।

গবেষণায় আরও উল্লেখ করা হয়েছে, সামাজিক মাধ্যমের অতিরিক্ত ব্যবহারে ছেলেদের তুলনায় মেয়েরা বেশি ক্ষতিগ্রস্ত হয়। ১৪ বছরের পরে মেয়েদের মানসিক স্বাস্থ্যে তুলনামূলক বেশি প্রভাব পড়ে।

এডুকেশন পলিসি ইন্সটিটিউট ও দ্য প্রিন্স ট্রাষ্টের যৌথ উদ্যোগে পরিচালিত গবেষণায় আর কিছু বিষয়ে উঠে এসেছে। গবেষণায় দেখা গেছে, অনেক কিশোর তাদের চেহারা নিয়ে সন্তুষ্ট নয়। অনেকে আবার মানসিক অবসাদে ভুগছেন। সূত্র: বিবিসি। 

বিডি প্রতিদিন/আবু জাফর

সর্বশেষ খবর