মানবপাচার বন্ধে তুরস্ক এবং গ্রিসকে সহায়তা করতে এজিয়ান সাগরে একাধিক যুদ্ধজাহাজ পাঠাবে ন্যাটো। ইউরোপমুখী শরণার্থী আগমন ঠেকাতে দেশ দুটিকে সহায়তা করবে এ সব রণতরী। এ ঘোষণা দিয়েছেন সামরিক এ জোটের মহাসচিব জেনস স্টোলেনবার্গ ।
ন্যাটেোর প্রধান জানান, ন্যাটোর স্ট্যান্ডিং মেরিটাইম গ্রুপ ২’এর তিনটি সামরিক নৌযানকে অ্যাজিয়ান সাগরের দিকে তাৎক্ষণিক ভাবে এগিয়ে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। নজরদারি চালানোর জন্য এ সব জাহাজকে সেখানে পাঠানো হয়।
জার্মান নৌবাহিনীর ফ্ল্যাগশিপ বন, তুরস্কের জাহাজ বারবারোস এবং কানাডার ফেডারেশন এ মিশনে যোগ দেবে। পরে আরো জাহাজ এ কাজে যোগ দেয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, গত বছর তুরস্ক থেকে গ্রীস হয়ে ইউরোপে প্রায় ১০ লাখের বেশি অভিবাসী প্রত্যাশী পাড়ি দিয়েছে। ঝুঁকিপূর্ণ এসব ভ্রমণে প্রায় ৪ হাজার নারী-পুরুষ ও শিশুর মৃত্যু হয়েছে। ইউরোপমুখী এ যাত্রা এখনো অব্যাহত আছে।
বিডি-প্রতিদিন/১২ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ