সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, সরকারি সেনারা সন্ত্রাসীদের কাছ থেকে আবার পুরো দেশের দখল নেবে। ফরাসি বার্তা সংস্থা এএফপি'কে দেয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট বাশার এই আশা করেন। তার এ সাক্ষাৎকার শুক্রবার প্রকাশ করা হয়েছে।
সাক্ষাৎকারে বাশার আসাদ বলেন, 'সন্ত্রাসীদের কাছ থেকে পুরো দেশ নিয়ন্ত্রণে নেয়ার প্রক্রিয়া শেষ করতে লম্বা সময় লাগবে।'
তিনি আরো বলেন, তার সরকারের চূড়ান্ত লক্ষ্য হচ্ছে উগ্র সন্ত্রাসীদের হাত থেকে পুরো দেশ মুক্ত করা। এ লক্ষ্য কতদিনে অর্জন করা সম্ভব হবে সেটি বড় কথা নয়; তবে কোনো দ্বিধা ছাড়াই সেনাাবহিনী সে প্রচেষ্টা চালাবে।
তিনি বলেন, 'কোনো হিসাবেই এটি বলে না যে, দেশের কোনো অংশ আমরা ছেড়ে দেব।' তিনি বলেন, তুরস্ক, জর্দান ও ইরাক থেকে সরবরাহ রুটগুলো বন্ধ করা গেলে এক বছরের মধ্যে সিরিয়াকে সন্ত্রাসীমুক্ত করা সম্ভব। অন্যথায় অনেক সময় লাগবে এবং এজন্য কঠিন মূল্য দিতে হবে।
প্রেসিডেন্ট বাশার আসাদ আরো বলেন, তার সরকার সমস্যা সমাধানে আলোচনা করতে প্রস্তুত তবে আলোচনার মাধ্যমে তো সন্ত্রাসবাদের অবসান হবে না। সে কারণে সন্ত্রাসীদের সঙ্গে আলোচনাও নয়। দেশে দুটি ধারা- একদিকে আলোচনা চলবে অন্যদিকে সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই চলবে।
বিডি-প্রতিদিন/১৩ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ