ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভুল তারিখে আফগান প্রেসিডেন্ট আশরাফ গনিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের সূত্র এ খবর জানিয়েছে বিবিসি।
খবরে বলা হয়, ১২ ফেব্রুয়ারি এক টুইটে নরেন্দ্র মোদি আফগান প্রেসিডেন্ট গনিকে জন্মদিনের শুভেচ্ছা জানান। এতে তিনি গনির দীর্ঘজীবন, সুস্বাস্থ্য এবং আনন্দময় আগামীর প্রত্যাশার কথা ব্যক্ত করেন। মোদির টুইটের জবাবে বিনয়ের সঙ্গে গনি জানান, তার জন্মদিন ১৯ মে।
ভারতীয় প্রধানমন্ত্রীর এই ভুলের কারণ সম্ভবত গুগল। এই সার্চ ইঞ্জিনে গনির প্রোফাইলে গনির জন্মদিন হিসেবে ১২ ফেব্রুয়ারির কথাই লেখা ছিল বলে বিবিসির তথ্য।
অবশ্য জন্মদিনের ওই শুভেচ্ছা বার্তা মোদি নিজে লিখেছেন কিনা তা জানা সম্ভব হয়নি। তার পোস্টগুলো সচরাচর লিখে থাকেন তার সোশাল মিডিয়া বিষয়ক ম্যানেজার হিরেন যোশি।
বিডি-প্রতিদিন/১৪ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব