সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় মারাত আল-নুমানে বিমান হামলায় গুড়িয়ে গেছে স্বেচ্ছাসেবী সংগঠন মেডিসিনস স্যান ফ্রন্টিয়ার্স (এমএসএফ) পরিচালিত একটি হাসপাতাল। এতে নিখোঁজ হয়েছেন হাসপাতালে আটজন স্টাফ।
সোমবার সকালে এ হামলা চালানো হয় বলে এমএসএফ জানিয়েছে। তবে কারা হাসপাতালে বিমান হামলা চালিয়েছে, তা নিশ্চিত হতে পারেনি কর্তৃপক্ষ।
সিরিয়ায় অস্ত্রবিরতির বিষয়ে রাশিয়া ও বিশ্বশক্তি একমত হওয়ার কয়েক দিন পর হাসপাতালে এই হামলা ঘটনা ঘটল।
সিরিয়ায় পাঁচ বছরের গৃহযুদ্ধে এ পর্যন্ত প্রায় আড়াই লাখ মানুষ নিহত হয়েছেন। ১ কোটি ২০ লাখের বেশি মানুষ উদ্বাস্তু হয়েছেন।
এমএসএফ জানিয়েছে, হামলায় তাদের আটজন স্টাফ নিখোঁজ হয়েছে। লন্ডনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি অব হিউম্যান রাইটস জানিয়েছে, এই হামলায় নয়জন নিহত হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন। এই হাসপাতালে হামলার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে ওই এলাকার প্রায় ৪০ হাজার মানুষ, যাদের চিকিৎসা পাওয়ার সব ব্যবস্থা শেষ হয়ে গেল।
বিডি-প্রতিদিন/১৫ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ