পোপ দ্বিতীয় জন পলের গোপন সম্পর্ক প্রকাশ্যে এসেছে। পাওয়া গেছে এক বিবাহিত নারীর সঙ্গে প্রায় ৩০ বছর ঘনিষ্ট সম্পর্ক রাখার নানা প্রমাণ। বিবিসিতে প্রকাশ করা হয়েছে কয়েক শ' চিঠি ও ছবি, যাতে ওই নারীর সঙ্গে পোপের আবেগঘন সম্পর্কের বিষয়টা উঠে এসেছে।
পোলান্ড বংশোদ্ভূত মার্কিন দার্শনিক আনা তেরেসা তিমিনিয়েত্স্কাকে লেখা এসব চিঠি দীর্ঘদিন পোল্যান্ডের জাতীয় জাদুঘরে রাখা ছিল। এসব চিঠি এতদিন লোকজন দেখতে পারেনি। আনা তেরেসার সাথে তার এই চিঠি আদান-প্রদান শুরু হয় সেই ১৯৭৩ সালে। তখনো পোপ নির্বাচিত হননি তিনি।
তিমিনিয়েত্স্কা একটি বই সম্পর্কে প্রথম যোগাযোগ করেন ভবিষ্যৎ পোপের সাথে। তখন তিনি ছিলেন কার্ডিনাল ক্যারোল উইত্তেভা। এর পর থেকে তাদের নিয়মিত যোগাযোগ ছিল। এসব চিঠিতে ফুটে উঠেছে বিভিন্ন সময়ে আনা তেরেসা তিমিনিয়েত্স্কার পোপের সাথে অবকাশ যাপন করেছেন। ক্যাম্পিং ও স্কি ট্রিপে অংশ নিয়েছেন দু'জনে। ১৯৭৮ সালে পোপ নির্বাচিত হওয়ার পরও দীর্ঘদিন টিকে ছিল তাদের সম্পর্ক।
এই নথি পোপ দ্বিতীয় জন পলের অজানা দিক আলোতে এনেছে। ক্যাথলিক খ্রিষ্টানদের প্রাক্তন এই ধর্মগুরু ২০০৫ সালে ইহলোক ত্যাগ করেন। তবে পোপ তার জীবনে কৌমার্যচ্যুত হয়েছেন, এমন কোনো তথ্য পাওয়া যায়নি।
তেরেসার প্রতি পোপের লেখা প্রথম দিককার চিঠিগুলো ছিল স্বাভাবিক। কিন্তু ধীরে ধীরে চিঠিগুলোর ভাষা হয়ে ওঠে আরো ঘনিষ্ট ও আন্তরিক। তাদের মধ্যে অনেক বার দেখা হয়। কোনো কোনো সাক্ষাতে তাদের সেক্রেটারিরা পাশে থাকতেন। কখনো শুধু দুজনেই একান্তে দেখা করতেন।
বিডি-প্রতিদিন/১৫ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ