মার্কিন প্রেসিডেন্ট পদে রিপাবলিকান দলের প্রার্থীদের প্রাথমিক নির্বাচনে জেব বুশের পক্ষে এবার প্রচারণায় নেমেছেন বড় ভাই জর্জ ডব্লিউ বুশ। সোমবার সাউথ ক্যারোলিনায় একটি র্যালিতে ছোট ভাইয়ের সঙ্গী হয়েছিলেন বুশ জুনিয়র।
আগামী শনিবার সাউথ ক্যারোলিনায় প্রাথমিক নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে আইওয়া ও নিউ হ্যাম্পশায়ারে অনুষ্ঠিত প্রাথমিকে ফ্লোরিডার সাবেক গভর্নর জেব বুশ আশানুরুপ ফল পাননি। আইওয়াতে টেক্সাসের গভর্নর টেড ক্রুজ এবং নিউ হ্যাম্পশায়ারে আলোচিত ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প এগিয়ে ছিলেন। জেব বুশ নির্বাচনী ফলে তৃতীয় স্থানটিও পাননি। তিনি প্রচারণা বাবদ ব্যাপক খরচ করলেও রিপাবলিকান ভোটারদের মধ্যে আশানুরুপ কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারেননি। তাই এর আগে নির্বাচনী প্রচারণায় মা বারবারা বুশকে নামিয়েছিলেন জেব। এবার সাবেক প্রেসিডেন্ট ও বড় ভাই বুশ জুনিয়রের ইমেজকে কাজে লাগানোর চেষ্টা করছেন।
সাউথ ক্যারোলিনাতে বরাবরই বুশ পরিবার অনেক বেশি সমর্থণ পেয়েছে। এর আগে জেব বুশের বাবা ও ভাই এখানে ব্যাপক সমর্থণ পেয়েছিলেন। বাবা ও ভাইয়ের সেই জনপ্রিয়তাকে কাজে লাগাতে সোমবার নির্বাচনী প্রচারে বুশ জুনিয়রকে নিয়ে আসেন জেব। এসময় সাবেক ফাস্ট লেডি লরা বুশও উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/১৬ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ