রাশিয়ায় গ্যাস পাইপলাইনে শক্তিশালী বিস্ফোরণে একটি পাঁচতলা আবাসিক ভবন ধসে পড়েছে। ধ্বংসাবশেষের নিচে ৪০ জন আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে।
রুশ জরুরি অবস্থা মন্ত্রণালয় জানিয়েছে, ইয়ারোস্লাভ শহরে বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। এতে আবাসিক ভবনটির পুরোটাই ধসে পড়েছে। ধ্বংসাবশেষের নিচে বেশ কয়েকজন আটকা পড়েছেন।
কর্তৃপক্ষের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমে জানানো হয়েছে, ধ্বংসাবশেষের নিচ থেকে উদ্ধারকারীরা এ পর্যন্ত চারজনকে উদ্ধার করতে পেরেছেন।
বিডি-প্রতিদিন/১৬ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ