সিরিয়ায় সরাসরি সামরিক আগ্রাসন চালানোর প্রস্তুতি নিচ্ছে তুরস্ক। বিশেষ করে তুরস্কের উত্তরাঞ্চলে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী অাইএস'র বিরুদ্ধে সিরিয়ার সেনাবাহিনী ও কুর্দি যোদ্ধাদের ধারাবাহিক সাফল্যের পর তুরস্ক সরকার উদ্বিগ্ন হয়ে পড়েছে এবং সন্ত্রাসীদের হাত থেকে আলেপ্পোর পতন ঠেকাতে ওই অঞ্চলে আরো সামরিক সরঞ্জাম ও সেনা পাঠিয়েছে।
সিরিয়া সীমান্তে তুরস্কের দক্ষিণে কিলিস শহর ও আলেপ্পো-গাজিয়ানতেপ মহাসড়কের কাছে তুরস্ক সেনা সমাবেশ ঘটাচ্ছে। সেখানে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র ও সামরিক সরঞ্জাম পাঠানো হয়েছে। তুরস্কের দুকান বার্তা সংস্থা এ খবর দিয়েছে। লাতাকিয়া অঞ্চলেও একই ব্যবস্থা নিয়েছে তুর্কি সরকার।
উগ্র সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করার নামে সম্প্রতি তুরস্ক ও সৌদি আরব সিরিয়ায় সেনা পাঠানোর প্রস্তুতির কথা ঘোষণা করেছে। তবে সিরিয়া, রাশিয়া ও ইরান এ ঘোষণার বিরোধিতা করে বলেছে, সিরিয়ায় কোনো সেনা পাঠালে তাকে যুদ্ধ ঘোষণার শামিল বলে গণ্য করা হবে।
সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মুয়াল্লেম বলেন, সৌদি ও তুরস্ক সেনা পাঠালে তাদের কফিন গ্রহণের জন্য শুধু অপেক্ষা করতে হবে।
বিডি-প্রতিদিন/১৮ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ