তুরস্কের রাজধানী আঙ্কারায় পার্লামেন্ট ভবনের পার্শ্ববর্তী সামরিক স্থাপনা এলাকায় বুধবার দেশটির সেনাবাহিনীর গাড়িকে লক্ষ্য করে বোমা বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ২৮ জন নিহত ও ৬৫ জন আহত হয়েছেন ।
তুর্কির সরকারী অনলাইন নিউজ আনাদোলু আজেঞ্ছি জানায়, বুধবার রাতে গাড়িতে বহন করা বিস্ফোরকের মাধ্যমে তুরস্কের প্রধান সামরিক স্থাপনা এলাকায় সেনা সদস্যদের একটি গাড়িকে লক্ষ্য করে গাড়ি বোমা বিস্ফোরণ ঘটানো হয়। তবে কে বা কারা এর পেছনে ইন্দনদাতা এখনো স্পষ্ট করে জানা যায়নি। তবে তুরস্ক সরকার হামলার পর পরই তুরস্কের সরকারি এবং বেসরকারি গণ মাধ্যমগুলোর ওপর নিউজ প্রকাশ করার নিষেধাজ্ঞা জারি করেছেন ।
তুরস্কের উপপ্রধানমন্ত্রী নোমান কুরতুলমুশ জানিয়েছেন, তদন্ত শেষ হলেই বোমা হামলার পিছনে কে বা কারা জড়িত রয়েছে খুব কম সময়ের মধ্যে প্রকাশিত হবে । বিস্ফোরণে আহতদেরকে আঙ্কারার ১৪টি হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
বিস্ফোরণের পর প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান এই সন্ত্রাসী হামলায় দুঃখ প্রকাশ করে তার পূর্বঘোষিত আজারবাইজান সফর বাতিল করেছেন। এছাড়া প্রধানমন্ত্রী আহমেদ দাউদঅলু ব্রাসেলস সফর করার কথা ছিল কিন্তু তিনিও সে সফর বাতিল করেছেন ।
বিডি-প্রতিদিন/ ১৮ ফেব্রুয়ারি, ২০১৬/ রশিদা