দক্ষিণ কোরিয়ায় 'সন্ত্রাসী হামলার' পরিকল্পনা করছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা এমনটিই দাবি করেছে।
ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিসের (এনআইএস) সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকের পর দক্ষিণ কোরিয়ার একজন আইনপ্রণেতা টেলিফোনে সিএনএনকে বলেন, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন স্বয়ং এর(দক্ষিণ কোরিয়ায় হামলা) প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন।
সায়েনুরি পার্টির নেতা লি চুল-উ বৃহস্পতিবার সিএনএনকে বলেন, ''উত্তর কোরিয়া বিরোধী আন্দোলনকর্মী, উত্তর কোরিয়া ত্যাগ করা ব্যক্তি বা সরকারি কর্মকর্তরা খুব সম্ভবত এ হামলার লক্ষ্যবস্তু হবে।''
উত্তর কোরিয়ার স্যাটেলাইট উৎক্ষেপণ ও ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর কোরীয় উপদ্বীপে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দক্ষিণ কোরিয়া উদ্বেগ প্রকাশ করেছে এবং উত্তর কোরিয়াকে চাপে রাখতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। এরই মধ্যে হামলার জন্য উত্তর কোরিয়ার প্রস্তুতির খবর নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।
দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা জানিয়েছে, কিম জং উনের নির্দেশ বাস্তবায়নে পুরোদমে কাজ শুরু করেছে দেশটির গোয়েন্দারা। তারা সাইবার হামলা ও অন্যান্য হামলা পরিচালনার জন্য প্রস্তুতি নিচ্ছে। সাবওয়ে, শপিং মল, প্রদর্শণী কেন্দ্র ও পাওয়ার প্ল্যান্টে এ হামলা হতে পারে বলে সতর্ক করেছে এনআইএস।
এ বিষয়ে দক্ষিণ কোরিয়ার ক্ষমতাসীন সায়েনুরি পার্টি, এনআইএস, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং অন্যান্য মন্ত্রীরা রুদ্ধদ্বার বৈঠক করেছে বলেও জানায় সিএনএন।
বিডি-প্রতিদিন/১৮ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ