পাকিস্তানি তালেবানের গুলিতে দেশটির নয়জন সেনা সদস্য নিহত হয়েছেন। আফগান সীমান্তের গোলযোগপূর্ণ এলাকায় দুটি আলাদা হামলায় এসব সেনা নিহত হয়। পাকিস্তানের সরকারি কর্মকর্তারা এ খবর নিশ্চিত করেছেন।
নাভিদ আকবর নামে স্থানীয় প্রশাসনের একজন কর্মকর্তা আজ বৃহস্পতিবার জানান, মোহমান্দ এজেন্সির একটি গ্রামে নিরাপত্তা চেকপোস্টের কাছে তালেবান সন্ত্রাসীদের আকস্মিক হামলায় অন্তত সাতজন আধা সামরিক বাহিনীর সদস্য মারা যায়।
একই এলাকায় আলাদা ঘটনায় আধা সামরিক বাহিনীর দুই সদস্য দায়িত্বরত অবস্থায় তালেবান সন্ত্রাসীদের গুলিতে মারা যায় বলে নাভিদ আকবর জানান। গভীর রাতে আধা সামরিক বাহিনীর সদস্যদের ওপর এসব হামলা হয়। তালেবানরা এতটাই ক্ষিপ্রতার সঙ্গে হামলা চালায় যে, পাক নিরাপত্তা বাহিনীর সদস্যরা পাল্টা গুলি চালানোর সুযোগই পায়নি।
পাকিস্তানের জামায়াতুল আহরার সন্ত্রাসী গোষ্ঠী এসব হামলার দায়িত্ব স্বীকার করেছে। সম্প্রতিক মাসগুলোতে সরকারি সেনা ও বেসামরিক লোজকজনের ওপর তালেবান সন্ত্রীরা ধারাবাহিকভাবে হামলা চালিয়ে যাচ্ছে। খবর প্রেস টিভির
বিডি-প্রতিদিন/১৯ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ