মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প সত্যিকার অর্থে খ্রিস্ট ধর্মের অনুসারী কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন পোপ ফ্রান্সিস। যুক্তরাষ্ট্রের সীমান্তবর্তী মেক্সিকোর বর্ডারে দেয়াল তোলার কথা ঘোষণা করায় ট্রাম্পের ধর্ম নিয়ে এমন প্রশ্ন তোলেন তিনি। এরআগে মুসলমানদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচনায় পড়েন ট্রাম্প।
ছয় দিনের মেক্সিকো সফর শেষে ক্যাথলিক খ্রিস্টান ধর্মগুরু পোপ ফ্রান্সিস বলেন, ''যে মানুষ সেতু তৈরির কথা না বলে দেয়াল তৈরির কথা বলেন সে খ্রিস্টান নয়।''
এর আগে নিজেকে গর্বিত খ্রিস্টান দাবি করে ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেন, মেক্সিকো বর্ণবাদী আর অপরাধীদের যুক্তরাষ্ট্রে পাঠাচ্ছে।
দক্ষিণ ক্যারোলিনায় এক বক্তৃতার সময় ডোনাল্ড ট্রাম্প পোপের ওই বক্তব্যের প্রতিক্রিয়ায় বলেন, ''কোনো ধর্মীয় নেতার অন্যের বিশ্বাস আর ধর্ম সম্পর্কে প্রশ্ন তোলার কোন অধিকার নেই।''
বিডি-প্রতিদিন/১৯ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ