নরেন্দ্র মোদির বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স [এনডিএ] সরকার নির্বাচনী প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হওয়ায় তা বিরোধী দল কংগ্রেসের জন্য সুবিধা বয়ে আনছে। বিশেষ করে মোদি ম্যাজিক গতি হারানোর ফলে তা কংগ্রেস ভাইস-প্রেসিডেন্ট রাহুল গান্ধীর জন্য আর্শীবাদ হয়ে দেখা দিচ্ছে। ইন্ডিয়া টুডে-কারভি ইনসাইটস পরিচালিত 'মুড অব দ্য নেশন' নামে এক জনমত জরিপে এ তথ্য উঠে আসে। খবর ইন্ডিয়া টুডে'র
জরিপে দেখা যায়, নির্বাচনী প্রতিশ্রুতি পালনে টিম মোদির ব্যর্থতায় জনগণের মধ্যে এক ধরনের হতাশাবোধ কাজ করছে। অার এ বিষয়টিই রাহুল গান্ধীর জন্য বড় ধরনের সুবিধা এনে দিচ্ছে। এর ফলে জনপ্রিয়তার সূচকে কংগ্রেস এগিয়ে যাচ্ছে।
'মুড অব দ্য নেশন' জরিপে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। তা হলো ১. দেশটিতে এই মুহূর্তে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হলে এনডিএ জোট ২৮৬টি আসন পেতে পারে, ২. গত সাধারণ নির্বাচনে এনডিএ উত্তরে ১৩৪টি আসন পেলেও এখন তারা ১০৩টি আসন পেতে পারে ৩. জরিপে অংশ নেয়া ৪০ শতাংশের মতে, ভারতজুড়ে অসহিষ্ণুতা বেড়েছে, ৪. গত বছরের আগস্টে অনুষ্ঠিত একই জরিপে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট ৮৮ টি আসন পেলেও এখন তা বেড়ে ১১০টি হতে পারে, ৫. উত্তরে ইউপিএ'র আসন ভাগাভাগি ৬টি থেকে বেড়ে ২৪টিতে দাঁড়াতে পারে ৬. পশ্চিমেও বিজেপির এনডিএ জোটের আসন লাভের সম্ভাবনা ১০৭টি থেকে ৮৭ টিতে নেমে আসতে পারে ৭. কংগ্রেসের ইউপিএ সরকারের চেয়ে মোদির সরকার এখনও অধিকতর জনপ্রিয়, ৮. নরেন্দ্র মোদি-ই এখনো বিজেপির সবচেয়ে যোগ্য প্রধানমন্ত্রী প্রার্থী।
বিডি-প্রতিদিন/১৯ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ