আন্তর্জাতিক মুদ্রা তহবিল অাইএমএফ'র ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দ্বিতীয় মেয়াদে পুনঃনির্বাচিত হয়েছেন ফরাসি ক্রিস্টিনা লাগার্দ। গতকাল শুক্রবার সর্বসম্মতিক্রমে আরো ৫ বছরের জন্য তাকে বেছে নেয় অাইএমএফ'র নির্বাহী বোর্ড। সংস্থাটি এক বিবৃতিতে একথা জানায়। খবর পিটিআই'র
২০১১ সালে প্রথম মেয়াদে অাইএমএফ'র প্রধান নির্বাচিত হন লাগার্দ। ১৯৪৪ সালে যাত্রা শুরুর পর থেকে তিনিই হলেন সংস্থাটির শীর্ষপদে প্রথম কোনো নারী। জুলাইয়ের ৫ তারিখে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণ করবেন তিনি।
ইউরোপীয় অর্থনৈতিক সংকটসহ বেশ কয়েকটি সংকটপূর্ণ জটিল অবস্থা থেকে সঠিক নেতৃত্ব দিয়ে অাইএমএফকে তুলে এনে একে সঠিকভাবে পরিচালিত করেছেন ক্রিস্টিন লাগার্দ। প্রথম মেয়াদের দায়িত্বে এ গুণাবলীর জন্য তাকে দ্বিতীয় মেয়াদে বেছে নেয়া হয় বলে নির্বাহী বোর্ডের ডিন আলেকসেই মজিন জানান। তিনি বলেন, 'পুনরায় বেছে নেয়ার ক্ষেত্রে নির্বাহী বোর্ড লাগার্দের প্রথম মেয়াদের শক্তিশালী ও বুদ্ধিদীপ্ত নেতৃত্বের প্রশংসা করেছেন।'
বিডি-প্রতিদিন/২০ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ