তুরস্ক সীমান্তবর্তী আর্মেনিয়ার ইরিবুনি বিমানঘাঁটিতে কয়েকটি জঙ্গিবিমান এবং পরিবহন হেলিকপ্টার মোতায়েন করেছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার এ কথা জানিয়েছে। তুরস্ক সীমান্ত থেকে মাত্র ৪০ কিলোমিটার দূরে আর্মেনিয়ার রাজধানী ইয়েরাভেন এবং ওই ঘাঁটি রাজধানীর কাছেই অবস্থিত।
মোতায়েন করা বিমানের মধ্যে চতুর্থ প্রজন্মের চারটি মিগ-২৯ এবং অনেকগুলো অত্যাধুনিক মিগ-২৯ এস বোমারু বিমান রয়েছে। এছাড়া একটি এমআই-৮এমটি হেলিকপ্টারও পাঠানো হয়েছে।
এ ঘাঁটিতে আগে থেকেই রাশিয়ার চতুর্থ প্রজন্মের নয়টি মিগ-২৯ বিমান মোতায়েন রয়েছে। এসব বিমান চার হাজার কিলোগ্রাম অস্ত্র বহনে সক্ষম। এগুলোর জ্বালানি ট্যাংকও তুলনামূলক অনেক বড়।
সিরিয়া ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রুশ খসড়া ইশতেহার নাকচ হওয়ার মাত্র একদিনের মধ্যে বিমান ও হেলিকপ্টার মোতায়েনের ঘোষণা দিল মস্কো। খসড়া ইশতেহারে শিগগির সিরিয়ায় তুর্কি গোলাবর্ষণ এবং সামরিক তৎপরতা বন্ধের আহ্বান জানানো হয়েছিল।
বিডি-প্রতিদিন/২১ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ