উত্তর কোরিয়ায় সেনাপ্রধান রি ইয়োং-জিল'র মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পর নতুন সেনাপ্রধান হিসেবে রি মায়োং-সু'র নাম ঘোষণা করা হয়েছে। তবে এখন পর্যন্ত ইয়োং-জিলের মৃত্যুদণ্ড কার্যকর নিয়ে উত্তর কোরিয়া কোনো ঘোষণা না দেওয়ায় বিষয়টি ধোঁয়াশার মধ্যে রয়েছে।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ-এর খবরে বলা হয়েছে, দেশটির শাসক কিম জং-উনের কার্যক্রমে সহায়তার জন্য নতুন সেনাপ্রধান ভূমিকা রাখবেন।
এদিকে উত্তর কোরিয়ার আগের সেনাপ্রধান রি ইয়োং-জিলকে অনেক দিন রাষ্ট্রীয় কাজে দেখা যায়নি। এরপর দক্ষিণ কোরিয়ার গণমাধ্যমে ১০ ফেব্রুয়ারি দাবি করা হয়, জেনারেল ইয়োং-জিলের মৃত্যুদণ্ড কার্যকর করেছে উত্তর কোরিয়া। তার বিরুদ্ধে দুর্নীতি ও রাষ্ট্রে বিভাজন সৃষ্টির অভিযোগ আনা হয়। তবে এ ব্যাপারে উত্তর কোরিয়া কোন ঘোষণা দেয়নি।
বিডি-প্রতিদিন/২১ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ