১৪ই আগস্ট, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশেষ বিমানবহর প্রবেশ করে যুক্তরাষ্ট্রের আকাশসীমায়। উদ্দেশ্য, আলাস্কার অ্যাঙ্করেজে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক ঐতিহাসিক বৈঠক।
ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটন ডিসি থেকে তার সুপরিচিত এয়ার ফোর্স ওয়ান-এ করে অ্যাঙ্করেজে পৌঁছালেও পুতিনের বিশাল আকৃতির 'ফ্লাইং ক্রেমলিন' অনেকের নজর কেড়েছে। পশ্চিমারা পুতিনের এই বিশেষ বিমান সম্পর্কে খুব বেশি কিছু জানেন না।
পুতিনের ইল্যুশিন আইএল-৯৬-৩০০পিইউ
এই বিশাল আকারের বিমানটির নাম ইল্যুশিন আইএল-৯৬-৩০০পিইউ (Ilyushin Il-96-300PU), যা সাধারণত 'ফ্লাইং ক্রেমলিন' নামে পরিচিত। এটি মূলত রাশিয়ার রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পরিবহনের জন্য ব্যবহৃত হয়। এই বিমানটির নকশা করা হয়েছিল সোভিয়েত ইউনিয়নের শেষ দিকে, ইল-৮৬-এর উত্তরসূরি হিসেবে। ১৯৮৮ সালের ২৮শে সেপ্টেম্বর এর প্রথম উড্ডয়ন হয় এবং ১৯৯২ সালে এটি রাশিয়ার অনুমোদন লাভ করে।
প্রথমদিকে এটি সাধারণ যাত্রীবাহী বিমান হিসেবে ব্যবহৃত হলেও ২০০০-এর দশকের শুরুতে এটিকে প্রেসিডেন্টের জন্য বিশেষভাবে রূপান্তরিত করা হয়। এর নকশার সময় সামরিক গোপনীয়তা এবং সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। পুতিনের বিশেষ বিমানবহরের অংশ হিসেবে রাশিয়ার 'স্পেশাল ফ্লাইট স্কোয়াড্রন' এটি পরিচালনা করে। ২০২১ সাল পর্যন্ত এই স্কোয়াড্রনের কাছে পাঁচটি ইল-৯৬-৩০০পিইউ ছিল, যার সর্বশেষটি যুক্ত হয় ২০২১ সালের এপ্রিলে। এটি রাশিয়ার বিমান শিল্পে আত্মনির্ভরশীলতার এক দারুণ উদাহরণ, যা পশ্চিমা নিষেধাজ্ঞার মুখেও নিজেদের সক্ষমতা প্রমাণ করেছে।
বিমানটির বিশেষত্ব কি?
ইল-৯৬-৩০০পিইউ একটি সাধারণ যাত্রীবাহী বিমানের চেয়ে অনেক বেশি কিছু। এর কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো, এতে রয়েছে অত্যাধুনিক যোগাযোগ ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা এবং এমনকি জরুরি পরিস্থিতিতে পারমাণবিক কমান্ড বাটনও। ভেতরে রয়েছে কনফারেন্স রুম, বেডরুম এবং অন্যান্য বিলাসবহুল সুবিধা। এয়ার ফোর্স ওয়ান-এর মতো হলেও, 'ফ্লাইং ক্রেমলিন'-এর অভ্যন্তরে সোনায় মোড়ানো ফিটিংস রয়েছে, যা সম্ভবত ট্রাম্পের মতো ব্যক্তিত্বের কাছে খুবই আকর্ষণীয়। এতে রয়েছে গ্লাস ককপিট, ফ্লাই-বাই-ওয়্যার কন্ট্রোল এবং উন্নত এভিওনিক্স ব্যবস্থা।
বিমানটিরদৈর্ঘ্য ৫৫.৩৫ মিটার, ডানার বিস্তার ৬০.১২ মিটার, ওজন সর্বোচ্চ ২৫০ টন, ইঞ্জিন ৪টি এভিএডভিগাটেল পিএস-৯০ জেট ইঞ্জিন, সর্বোচ্চ গতি ১,০১৩ কিলোমিটার প্রতি ঘণ্টা (ম্যাক ০.৮৪)।
বিডি প্রতিদিন/নাজমুল