চলতি বছরে এখন পর্যন্ত এক লাখেরও বেশি শরণার্থী ইউরোপে পাড়ি জমিয়েছে। যা ২০১৫ সালের প্রথম ছয় মাসে ইউরোপে প্রবেশ শরণার্থীর সংখ্যার চেয়ে প্রায় তিনগুণ বেশি। শরণার্থী বিষয়ক আন্তর্জাতিক সংস্থা আইওএমের বরাত দিয়ে এ খবর জানিয়েছে গার্ডিয়ান।
প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপে আসা এসব শরণার্থীদের মধ্যে গ্রিসের সামোস, কোস ও লেসবস দ্বীপে পৌঁছেছে প্রায় এক লাখ ২ হাজার ৫০০ জন। এছাড়া ইতালিতে আশ্রয় নিয়েছে সাড়ে ৭ হাজার শরণার্থী। আর চলতি বছরের প্রথম ৬ সপ্তাহে সাগর পাড়ি দিতে গিয়ে মারা গেছে ৪১১ জন শরণার্থী।
আইওএম জানিয়েছে, ২০১৫ সালের জুন নাগাদ ইউরোপে আসা শরণার্থীর সংখ্যা প্রায় এক লাখেও পৌঁছেনি। অথচ চলতি বছর প্রথম ৬ সপ্তাহে শরণার্থীদের সংখ্যা লাখ ছাড়িয়েছে। সংস্থাটির আশঙ্কা, বসন্ত চলে আসায় এবং আবহাওয়ার উন্নতি ঘটলে চলতি বছর ইউরোপমুখী শরণার্থীদের সংখ্যা আরো বাড়তে পারে।
এতে বলা হয়, চলতি বছর যেসব শরণার্থী চলতি বছর ইউরোপে আশ্রয় নিয়েছে তাদের ২০ শতাংশই আফগানিস্তান থেকে আসা। যাদের প্রায় অর্ধেকই হচ্ছে সিরিয়।
বিডি-প্রতিদিন/২৪ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব