শক্তিশালী ঘূর্ণিঝড় ‘উইনস্টন’র তাণ্ডবে ফিজিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ জনে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বুধবার এখবর জানিয়েছে সংবাদমাধ্যম এবিসি।
এর আগে মঙ্গলবার দক্ষিণ গোলার্ধের ইতিহাসে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী এই ঘূর্ণিঝড়ে ২৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত করে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
গত শনিবার স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে ঘূর্ণিঝড়টি আঘাত হানে। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১২১ মাইল, যা সর্বোচ্চ ১৮৫ মাইল পর্যন্ত ওঠে। ক্যাটাগরি ৫ ঝড়ে রূপান্তরিত হয়ে ঘূর্ণিঝড়টি দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এ দেশটিতে আঘাত হানে।
বিডি-প্রতিদিন/২৪ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব