সিরিয়ার পূর্বাঞ্চলে জঙ্গি গোষ্ঠীর হাতে অবরুদ্ধ শহরের বেসামরিক লোকজনের জন্য প্রথমবারের মত বিমান থেকে মানবিক সাহায্য ফেলেছে জাতিসংঘ।
জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) হাতে অবরুদ্ধ দেইর আল-জোর শহরে সড়কপথে পৌঁছানো সম্ভব না হওয়ায় জাতিসংঘ সেখানকার বাসিন্দাদের জন্য বিমান থেকে ত্রাণ সামগ্রি ফেলেছে বলে বিবিসি জানিয়েছে। সংস্থাটির ত্রাণ বিষয়ক প্রধান স্টেফেন ও’ ব্রেইন বুধবার নিরাপত্তা পরিষদে বলেন, তারা ওই শহরের সরকার নিয়ন্ত্রিত এলাকায় মোট ২১ টন নিত্যপ্রয়োজনীয় সামগ্রি ফেলেছেন। দেইর আল-জোর শহরের দুই লাখ মানুষ অবরুদ্ধ হয়ে রয়েছে বলেও তিনি জানিয়েছেন।
জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী দেশটির অবরুদ্ধ নাগরিকদের পরিস্থিতি দিন দিন করুণ আকার ধারণ করেছে। না খেয়ে মারা গেছে দেশের বেশ কিছু মানুষ। গত সপ্তাহে দেশটির অবরুদ্ধ পাঁচটি এলাকার ৮০ হাজার মানুষের জন্য প্রয়োজনীয় ত্রাণ পাঠিয়েছে জাতিসংঘ। তারা সিরিয়ার ক্ষুধার্ত মানুষের জন্য শতাধিক লরিতে করে খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী পাঠিয়েছিল। মঙ্গলবার সরকারি বাহিনীর নিয়ন্ত্রিত আরো দুটি এলাকাতেও তারা দুই কনভয় ত্রাণ পাঠিয়েছে।
বিডি-প্রতিদিন/ ২৫ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন