ইরাকের রাজধানী বাগদাদের একটি শিয়া মসজিদে জোড়া আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েক জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার দিবাগত রাতে দেশটির পুলিশ ও মেডিকেল কর্মকর্তাদের বরাত দিয়ে এখবর জানিয়ছে বিবিসি।
খবরে বলা হয়, বাগদাদের ওই মসজিদের ভেতরে প্রথম আত্মঘাতী বোমা হামলা চালায় হামলাকারী। পরে সেখানে নিরাপত্তা বাহিনীর সদস্যরা জড়ো হতে থাকলে দ্বিতীয় বোমাটির বিস্ফোরণ ঘটায় দ্বিতীয় হামলাকারী। এই দুই হামলায় ৪ নিরাপত্তা বাহিনীর সদস্যসহ ৯ জন নিহত হয়।
বিডি-প্রতিদিন/২৫ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব