যুক্তরাষ্ট্রের হ্যাস্টন শহরের ক্যানসাসে একটি কারখানায় বৃহস্পতিবার বন্দুকধারীর গুলিতে চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ৩০ জন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) দেশটির স্থানীয় পুলিশের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
স্থানীয় পুলিশ জানায়, একটি ঘাস প্রস্তুতকারক কারখানায় সেখানকার সাবেক এক কর্মচারীর ছোড়া গুলিতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বন্দুকধারীও নিহত হয়েছেন। কারখানার কর্তৃপক্ষ তাকে হত্যা করেছে বলে পুলিশ দাবি করছে।
বিডি-প্রতিদিন/২৬ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ