'অস্কার'খ্যাত একাডেমি অ্যাওয়ার্ডসের আসন্ন ৮৮তম আসরে যোগ দিচ্ছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। স্ত্রী জিলকে নিয়ে তিনি অস্কারের এবারের অাসরে সংক্ষিপ্ত সময়ের জন্য উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র যশ আর্নেস্ট। ক্যাম্পাসে নারীদের উপর যৌন সহিংসতার ভিত্তিতে নির্মিত ডকুমেন্টারি 'দ্য হান্টিং গ্রাউন্ড'এ লেডি গাগার পারফরম্যান্স 'টিল ইট হ্যাপেন্স টু ইউ' অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের কাছে উপস্থাপনের লক্ষ্যেই জো বাইডেন উপস্থিত থাকবেন। প্রেসিডেন্ট বারাক ওবামার বাসভবনের দৈনিক প্রেস ব্রিফিংয়ে একথা জানান মি. আর্নেস্ট। খবর পিটিঅাই'র
ডকুমেন্টারি 'দ্য হান্টিং গ্রাউন্ড'এ জো বাইডেনের সামাজিক ক্যাম্পেইনের প্রধান ইস্যু যৌন নির্যাতনের ওপর ফোকাস করা হয়েছে। দীর্ঘদিন ধরে তিনি নারী-পুরুষের ওপর যৌন সহিংসতার বিরুদ্ধে প্রচার-প্রচারণা চালাচ্ছেন। ১৯৯৪ সালে তার 'ভায়োলেন্স অ্যাগেইনস্ট উইমেন অ্যাক্ট' নামে একটি বইও প্রকাশিত হয়েছে।
অস্কারে জো বাইডেনের যোগদান প্রথম হলেও এ ধরনের ঘটনা অারো কয়েকবার ঘটেছে। ১৯৩১ সালে প্রেসিডেন্ট হারভার্ট হুভের'র হয়ে চতুর্থ আসরে যোগ দিয়েছিলেন সাবেক ভাইস প্রেসিডেন্ট চার্লস কারটিস। প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন রুজভেল্ট ১৯৪১ সালে রেডিও'র মাধ্যমে অস্কারের আসরে বক্তৃতা দিয়েছিলেন। এছাড়া প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান ১৯৮১ সালে অস্কারের আসরে এক অডিও বার্তা দিয়েছেন। অতি সম্প্রতি ২০১৩ সালে হোয়াইট হাউস থেকে অস্কারের বেস্ট পিকচার অ্যাওয়ার্ড ঘোষণা করেন যুক্তরাষ্ট্রের বর্তমান ফাস্ট লেডি মিশেল ওবামা।
উল্লেখ্য, আগামী ২৮ ফেব্রুয়ারি ক্যালিফোর্নিয়ার হলিউডের ডলবি থিয়েটারে এবার ৮৮তম অস্কার অনুষ্ঠান আয়োজিত হবে।
বিডি-প্রতিদিন/২৬ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ