প্রশান্ত মহাসাগরের দ্বীপ রাষ্ট্র পাপুয়া নিউ গিনির একটি কারাগার থেকে পালানোর সময় পুলিশের গুলিতে ১১ কয়েদি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৭ জন।
শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) ওই কারাগার কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে। দেশটির ল্যা মেট্রোপলিটন পুলিশ সুপার এন্থনি ওয়াগামবাইয়ি ১১ জন নিহতের বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছ্নে।
দেশটির বুইমো সংশোধনাগার (কারাগার) থেকে বৃহস্পতিবার বিকেলে ৩০ জনের বেশি কয়েদি পালিয়ে যাওয়ার সময় দুই রক্ষীর ওপর হামলা চালায়। এ সময় কারা প্রধান পুলিশকে সতর্ক অবস্থান নিতে বলে। পুলিশ কয়েদিদের পলায়ন ঠেকাতে গুলি চালালে ১১ কয়েদি নিহত হন।
সম্প্রতি দেশটিতে দ্বিতীয়বারের মতো এমন ঘটনা ঘটলো। গত বছর একই কারাগার থেকে ৫০ জনের বেশি কয়েদি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটে।
বিডি-প্রতিদিন/২৬ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ