ইরানে আজ শুক্রবার সকাল থেকে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোট গ্রহণ শুরু হয়েছে। বিশেষজ্ঞ পরিষদ এবং সংসদ মজলিসে শূরায়ে ইসলামি’র নির্বাচন উপলক্ষে গোটা ইরানে একযোগে ভোট গ্রহণ চলছে।
স্থানীয় সময় সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং তা চলবে ৬টা পর্যন্ত। তবে ভোটার উপস্থিতি বেশি হলে প্রয়োজনে ভোট দেয়ার সময় বাড়ানো হতে পারে। এবারে ২৯০ আসনবিশিষ্ট পার্লামেন্ট বা মজলিসে শূরায়ে ইসলামির নির্বাচনের পাশাপাশি ৮৮ আসনবিশিষ্ট বিশেষজ্ঞ পরিষদ নির্বাচনও একই সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে। এ দুই নির্বাচনে প্রায় পাঁচ কোটি ৫০ লাখ ইরানি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬,২২৯ প্রার্থী যাদের মধ্যে নারী প্রার্থী আছেন ৫৮৬ জন। অন্যদিকে বিশেষজ্ঞ পরিষদের জন্য মোট ১৬১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আইন অনুযায়ী, ভোটগ্রহণ শুরুর ২৪ ঘণ্টা আগে অর্থাৎ গতকাল সকাল ৮টায় নির্বাচনী প্রচারাভিযান শেষ হয়েছে। ইরানের সব রাজনৈতিক ও ধর্মীয় নেতা ভোটকেন্দ্রগুলোতে বিপুল সংখ্যায় উপস্থিত হয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগের জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।
নির্বাচনের আগে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে ভোট দেয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, শত্রুরা নানাভাবে ষড়যন্ত্র করেও ইরানের ক্ষতি করতে না পেরে এখন নির্বাচনী পদ্ধতির ভেতর দিয়ে এদেশে প্রভাব বিস্তার করতে চায়। তিনি বুধবার এক ভাষণে আরো বলেন, 'ইরানি জনগণ সরকারপন্থি বা সরকার-বিরোধী কোনো পার্লামেন্ট চায় না। তারা চায় এমন একটি সাহসী পার্লামেন্ট যা যুক্তরাষ্ট্রসহ সাম্রাজ্যবাদী শক্তিগুলোর রক্তচক্ষুকে ভয় পাবে না।'
প্রেসিডেন্ট হাসান রুহানি বুধবার মোবাইল ফোনে মেসেজ পাঠিয়ে জনগণকে ভোট দেয়ার আহ্বান জানিয়ে বলেন, 'দেশের ভবিষ্যত গড়ার লক্ষ্যে এই মুহূর্তে তাদের ভোট অতি প্রয়োজন।'
বিডি-প্রতিদিন/২৬ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ