দুইদিন আগে ২৩ আরোহী নিয়ে তারা বিমান বিধ্বস্তের পর এবার নেপালে এয়ার কাসথামান্দপ এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এতে দুই ক্রুসহ ১১ জন আরোহী ছিলেন। খবর কাঠমুন্ড পোস্ট ও এবিসি নিউজের।
৯এন৮এবি প্লেনটি স্থানীয় সময় শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে নেপালগঞ্জ থেকে জুমলা জেলার উদ্দেশে উড্ডয়ন করে। এরপর যান্ত্রিক ত্রুটির কারণে কাঠমান্ডু থেকে ২৫০ মাইল উত্তরে তিলকা নামক একটি গ্রামের পাশে মাঠে বিমানটি বিধ্বস্ত হয়।
কাঠমুণ্ড পোস্টের খবরে পুলিমের বরাদ দিয়ে বলা হয়েছে, দুর্ঘটনায় বিমানের দুই ক্রু সদস্য পাইলট দিনেশ নিউপেন ও কো পাইলট সান্তোষ রানা নিহত হয়েছেন। তবে ৯ যাত্রী বেঁচে আছে কিনা তা জানানো হয়নি।
জুমলা ও কালিকোট থকে নেপাল পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দুর্ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
বিডি-প্রতিদিন/২৬ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব