পাকিস্তান সীমান্তবর্তী আফগানিস্তানের কুনার প্রদেশে এক আত্মঘাতী বোমা হামলায় সামরিক বাহিনীর এক কমান্ডারসহ অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪০ জন।
প্রদেশ গভর্নর ওয়াহিদুল্লাহ কালিমজাইয়ের বরাত দিয়ে এখবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা।
ওয়াহিদুল্লাহ কালিমজাই রয়টার্সকে বলেন, একজন বোমা হামলাকারী একটি মোটর সাইকেলযোগে আসাদবাদ শহরের সরকারী আঙ্গিনায় প্রবেশ করে। এরপর ওই জায়গায় আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটনায়।
তিনি আরও বলেন, হামলায় হতাহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক। যাদের মধ্যে শিশুও রয়েছে। যারা ওই এলাকায় খেলাধুলা করছিল।
এখন পর্যন্ত কোনো জঙ্গিগোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে এটা স্পষ্ট হামলার মূল টার্গেট সামরিক বাহিনীর কমান্ডার হাজী খান জান নিহত হয়েছেন।
বিডি-প্রতিদিন/২৭ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব