যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী আজ তার নতুন প্রজন্মের অতি গোপনীয় বি-২১ বোমারু বিমানের ছবি প্রকাশ করেছে। রাডার ফাঁকি দিতে সক্ষম পরবর্তী প্রজন্মের বি-২১ বোমারু বিমানগুলো পুরনো বি-৫২ বিমানের স্থলাভিষিক্ত হবে। তবে বি-২১ বিমানের নির্মাণ কাজ এখনো শুরু হয়নি। নরথ্রপ গ্রুমান নামে একটি কোম্পানি বোমারু এই বিমানগুলো তৈরি করবে। মার্কিন বিমানবাহিনীর সচিব দেবোরা লী জেমস ফ্লোরিডার অরলানডোতে আজ এক অনুষ্ঠানে বিমানটির ছবি প্রকাশ করেন। খবর এএফপি ও দ্য মেইল অনলাইনের
গত বছরের অক্টোবরে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন বি-২১ বোমারু বিমান তৈরির পরিকল্পনার কথা জানিয়েছিল। নরথ্রপ এগুলো তৈরির চুক্তি পেয়েছে বলে তখন জানানো হয়েছিল। দশকব্যাপী এ সংক্রান্ত একটি প্রোগ্রামের জন্য একশ' বিলিয়ন ডলারের বেশি খরচ পড়বে। স্বতন্ত্র্য বৈশিষ্ট্য, অাঁকাবাকা আকৃতির সম্পূর্ণ কালো প্রতিটি বি-২১ বিমান তৈরিতে খরচ পড়বে প্রায় ৫১১ মিলিয়ন ডলার। চলতি শতাব্দীর বিশের দশকের মাঝামাঝি কোনো এক সময় বিমানটির পরীক্ষামূলক উড্ডয়নের পরিকল্পনা রয়েছে দেশটির।
যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী নরথ্রুপের কাছ থেকে প্রায় একশ'টির মতো বি-২১ কিনতে চায়। আশির দশকের শীতল যুদ্ধের সময় ব্যবহৃত পুরনো বি ৫২ ও বি-১ বোমারুগুলো সরাতে চায় দেশটি। তাই ভবিষ্যৎ যুদ্ধে টিকে থাকতে বি-২১ বোমারু বিমান তৈরি ও কেনার তোড়জোড় শুরু করে দিয়েছে যুক্তরাষ্ট্র।
বিডি-প্রতিদিন/২৭ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ