যুক্তরাষ্ট্র আয়োজিত 'রিম অব প্যাসিফিক এক্সারসাইজ' বা 'রিমপ্যাক' নামে একটি আন্তর্জাতিক নৌমহড়া অংশগ্রহণ করছে চীন। দক্ষিণ চীন সাগর নিয়ে যখন দেশ দুটির মধ্যে টানাপোড়েন চলছে তখনই মহড়ায় অংশ নেয়ার ঘোষণা দিল চীন।
যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপের উপকূলে প্রতি দু'বছর পর পর 'রিমপ্যাক'র আয়োজন করা হয়। একে বিশ্বের অন্যতম বৃহৎ সামরিক মহড়া হিসেবে গণ্য করা হয়ে থাকে। অবশ্য মহড়ায় বেইজিং'র অংশগ্রহণ বন্ধে তৎপরতা চালিয়েছিল যুক্তরাষ্ট্রের কিছু রাজনীতিবিদ।
মহড়ায় অংশ গ্রহণের সিদ্ধান্ত ঘোষণা করে বেইজিং'র প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র উ কিয়ান বলেন, 'ঐতিহ্যগত নয় এমন সব হুমকি মোকাবেলায় চীনা নৌবাহিনীর উন্নয়ন ঘটাতে সহায়তা করবে 'রিমপ্যাক'। এ ছাড়া, মহড়া অংশ গ্রহণের মধ্য দিয়ে অংশগ্রহণকারী দেশগুলোর সঙ্গে পেশাগত বিনিময় এবং সহায়তার সুযোগও সৃষ্টি হবে বলে জানান তিনি।
এদিকে, মহড়ায় চীন কয়টি যুদ্ধজাহাজ পাঠাবে এ ব্যাপারে কিছু জানা যায়নি।
বিডি-প্রতিদিন/২৭ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ