১৪ বছরের এক দলিত কিশোরীকে গণধর্ষণের পর জীবন্ত অবস্থায় অগ্নিসংযোগ করার অভিযোগ উঠল ভারতের উত্তরপ্রদেশ রাজ্যটির গাজিপুর জেলার গড়সাইয়া গ্রামে।
পুলিশ সূত্রে খবর গতকাল শুক্রবার সন্ধ্যায় নিজের গ্রামের একটি মাঠে গ্রামেরই তিন দুর্বৃত্তদের হাতে ওই কিশোরী ধর্ষিত হয়। এরপর তাদের হাত থেকে নিজেকে বাঁচাতে দৌঁড় দিলে তার গায়ে কেরোসিন তেল ঢেলে অগ্নিসংযোগ করা হয়। ওই ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় ওই কিশোরীকে উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা।
এরপর পুলিশের সহায়তায় তাকে ভর্তি করানো হয় জেলা হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর কিশোরীটির শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছে।
শনিবার গাজিপুর জেলার পুলিশ সুপার রাম কিশোর বার্মা জানান ‘ধর্ষণের চেষ্টার অভিযোগ এনে কিশোরীটির পরিবার সোনু যাদব, প্রদীপ যাদব এবং অন্য আরেক ব্যক্তির বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করেছে’। অভিযুক্তদের খোঁজে অভিযানে নেমেছে পুলিশ।
বিডি-প্রতিদিন/ ২৭ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন