সিরিয়ায় গত ২৪ ঘণ্টায় যুদ্ধবিরতি লঙ্ঘনের নয়টি ঘটনা রেকর্ড করেছে রাশিয়া। সিরিয়ায় রুশ যুদ্ধবিরতি পর্যবেক্ষণ কেন্দ্র এ তথ্য দিয়েছে। রুশ সমন্বয় কেন্দ্রের প্রধান লেফটেন্যান্ট জেনারেল সের্গেই কোরালেংকো জানান, যুদ্ধবিরতি লঙ্ঘনের মধ্যে উত্তরাঞ্চলীয় লাতাকিয়া প্রদেশে গোলাবর্ষণের ঘটনা রয়েছে।
সিরিয়ার বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে আলোচনা ও যুদ্ধবিরতি বাস্তবায়নের বিষয়টি পর্যবেক্ষণের জন্য লাতাকিয়ার হেমেইমিম বিমানঘাঁটিতে একটি পর্যবেক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে।
এদিকে, মস্কোয় নিযুক্ত কুর্দি মিশনের প্রধান রোদি ওসমান রাশিয়ার ইন্টারফ্যাক্স বার্তা সংস্থাকে বলেন, 'সিরিয়ায় যুদ্ধবিরতির বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাস হওয়া ২২৬৮ নম্বর প্রস্তাবের প্রথম লঙ্ঘন হয়েছে তুরস্কের মাধ্যমে। তুর্কি সেনারা তাল আবিয়াদ ও উসলাব শহরে গোলাবর্ষণ করেছে।' কুর্দি এ কর্মকর্তা বলেন, 'সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন না করার জন্য অবশ্যই তুরস্কের প্রতি আন্তর্জাতিক সমাজের আহ্বান জানানো উচিত।'
শনিবার রাশিয়ার সামরিক অপারেশন বিভাগের প্রধান সের্গেই রুদস্কোই জানান, সিরিয়ায় কীভাবে যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে তা পর্যবেক্ষণের জন্য অন্তত ৭০টি ড্রোন সিরিয়ার ওপর নজরদারি করবে। এছাড়া, যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা নিয়ে দ্রুত তথ্য বিনিময় করার জন্য রুশ সমন্বয় কেন্দ্র ও জর্দানে অবস্থিত মার্কিন কেন্দ্রের মধ্যে একটি হটলাইন স্থাপন করা হয়েছে।
উল্লেখ্য, ২৭ ফেব্রুয়ারি থেকে সিরিয়ায় বহু প্রতীক্ষিত যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।
বিডি-প্রতিদিন/২৯ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ