রাষ্ট্রদোহিতার অভিযোগে কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী, আপ আদমি পার্টি (আপ) প্রধান ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং সিপিআইএম'এর সর্বভারতীয় সভাপতি সীতারাম ইয়েচুরিসহ নয় জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। তেলেঙ্গানার সাইবেরাবাদ এলাকার সারুরনগর পুলিশ স্ট্রেশনে শনিবার মামলাটি দায়ের করেন আইনজীবী জনার্ধন গৌড়। দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ)'র ছাত্র ইউনিয়ন নেতা কানাইয়া কুমারের কথিত রাষ্ট্রবিরোধী ভাষণ ও পরবর্তীতে তার গ্রেফতার ইস্যুতে সমর্থন দেয়ার অভিযোগে উক্ত নয়জনের বিরুদ্ধে এ মামলা হলো।
রাহুল, কেজরিওয়াল এবং ইয়েচুরী ছাড়াও অভিযুক্তদের তালিকায় আছেন কংগ্রেস নেতা আনন্দ শর্মা, অজয় মাকেন, সিপিআইএম সাংসদ ডি.রাজা, জনতা দল সেকুলার (জেডিইউ)-এর মুখপাত্র কে.সি.ত্যাগী, জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র কানাইয়া কুমার ও উমর খালিদ।
এ ব্যাপারে সারুরনগর থানার পরিদর্শক এস.লিঙ্গাইয়া জানান, ভারতীয় দন্ডবিধির ১২৪ ও ১২৪-এ এবং সিআরপিসি ১৫৬ সংশ্লিষ্ট ধারায় তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হয়েছে। মামলার শুনানি হবে আগামী ৪ মার্চ'।
গত ৯ ফেব্রুয়ারি দিল্লির জেএনইউতে একটি আলোচনা সভাকে ঘিরে কানাইয়া কুমারের বিরুদ্ধে ভারতবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ ওঠে। ওই ঘটনায় রাষ্ট্রদোহিতার অভিযোগে কানাইয়া কুমারকে আটক করা হয়। এরপরই বিশ্ববিদ্যালয় পরিদর্শনে গিয়ে ছাত্রদের পাশে দাঁড়ায় রাহুল, ইয়েচুরী, আনন্দ শর্মার মতো নেতারা। ওই ঘটনায় ইতিমধ্যেই আটক করা হয়েছে উমর খালিদকেও।
জনার্ধন গৌড় তার পিটিশনে জানান, দিল্লি পুলিশ কানাইয়া কুমারের বিরুদ্ধে রাষ্ট্রদোহিতার অভিযোগ আনার ঘটনা জানা সত্ত্বেও জেএনইউতে গিয়েছিলেন রাহুল, ইয়েুচুরী, আনন্দ শর্মা'র মতো নেতারা এবং এই ইস্যুতে তাদের সমর্থন জানিয়েছেন। তারা যে কাজ করেছেন সেটা রাষ্টদ্রোহিতারই সামিল।
বিডি-প্রতিদিন/২৯ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ