যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে দুই শিশুসহ অন্তত চারজন নিহত হয়েছে। রবিবার নাভাসোটা শহরে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সময় রবিবার সকাল ১০টার দিকে নাভাসোটা শহরের বিমানবন্দরে অবতরণের প্রস্তুতি নিচ্ছিল এক ইঞ্জিন ও চার আসনের সাইরাস এসআর-২০ মডেলের বিমানটি। এসময় বিমানটি বিধ্বস্ত হয়। এতে চার আরোহীর সবাই মারা যান। বিমান বিধ্বস্ত হওয়ার কারণ এখনো জানা যায়নি। এয়ার আখতার নামে হোস্টনের একটি গরম ও শীতলীকরণ কোম্পানির নামে বিমানটি নিবন্ধিত ছিল।
বিডি-প্রতিদিন/২৯ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ