সম্প্রতি যৌন ব্যবসা পুরোপুরি বন্ধের ঘোষণা দিয়েছে মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশইন্দোনেশিয়া। তারই অংশ হিসেবে সোমবার রাজধানী জাকার্তার কালিজোদো এলাকায় দেহব্যবসা হয় এমন শতাধিক ভবন গুঁড়িয়ে দিয়েছে সরকার।
ইতোমধ্যে দেশটির ৭০টি জেলার যৌনপল্লী উচ্ছেদ করা হয়েছে। এখনো প্রায় শতাধিক যৌনপল্লী রয়েছে বিভিন্ন জেলায়। ২০১৯ সালের মধ্যে এগুলো উচ্ছেদ শেষ হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সোমবার কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কালিজোদো এলাকার নিষিদ্ধ ভবনগুলো বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। সরকার এই এলাকায় পার্ক নির্মাণের ঘোষণা দিয়েছে।
পশ্চিম জাকার্তার মেয়র আনাস এফেন্দি বলেন, ''প্রথমে আমাদের সমস্ত ভবনগুলো ধ্বংস করতে হবে এবং সবুজায়নের জন্য জমিকে প্রস্তুত করতে হবে। এটি শেষ হলে আমরা এলাকায় পুনঃনির্মান কাজ শুরু করব।''
প্রসঙ্গত, আইনত ইন্দোনেশিয়ায় দেহব্যবসা নিষিদ্ধ হলেও এত দিন রাজধানীসহ বিভিন্ন এলাকায় এটি প্রকাশ্যেই চলে আসছিল। সম্প্রতি এক মাতাল গাড়িচালক কালিজোদো এলাকায় চারজনকে গাড়িচাপায় হত্যা করলে সরকার যৌনপল্লীগুলো বন্ধের উদ্যোগ নেয়। দেহব্যবসায়ীদের পুনর্বাসনের লক্ষ্যে সরকার তাদের কারিগরি প্রশিক্ষণ দিচ্ছে।
বিডি-প্রতিদিন/২৯ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ