ইরাকে পৃথক স্থানে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৪৮ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও ৫৮ জন।
সোমবার পূর্ব ইরাকের দিয়ালা প্রদেশে একটি অন্তেষ্ট্যিক্রিয়ায় এবং বাগদাদের পশ্চিমে একটি নিরাপত্তা চৌকিতে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
দিয়ালা নিরাপত্তা কর্তৃপক্ষ এবং পুলিশের বরাত দিয়ে খবরে বলে হয়, রাজধানী বাগদাদের ৮০ কিলোমিটার উত্তর-পূর্বে মুকদাদিয়ায় এলাকায় আত্মঘাতী হামলায় শিয়া মিলিশিয়া গ্রুপ আমব্রেলার স্থানীয় নেতা হাশিদ শাবিসহ ৬ কমান্ডার নিহত হয়। একইসঙ্গে নিহত হয় আরও ৩৪ জন। আহত হয় আরও ৫৮ জন। এক আত্মীয়ের অন্তেষ্ট্যিক্রিয়ায় যোগ দিতে সেখানে গিয়েছিলেন হাশিদ। উত্তর ও পশ্চিম ইরাকের বিশাল এলাকা দখলকারী ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে।
এদিকে একই দিন পশ্চিম বাগদাদের আবু গারিব এলাকায় পুলিশের একটি নিরাপত্তা চৌকিতে আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছে ৮ জন। এর আগে রবিবার একই এলাকায় আত্মঘাতী হামলায় নিহত হয়েছিল ২৪ জন।
প্রসঙ্গত, রবিবার রাজধানী বাগদাদে জোড়া বোমা হামলায় অন্তত ৭৮ জন নিহত হয়েছেন। এছাড়া এসব ঘটনায় শতাধিক মানুষ আহত হন।
বিডি-প্রতিদিন/০১ মার্চ, ২০১৬/মাহবুব