ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত সুকমা জেলায় পুলিশ ও মাওবাদীদের মধ্যে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে ৮ জন মাওবাদী। নিহতদের মধ্যে ৫ জন নারী সদস্য আছে।
মঙ্গলবার সকালে তেলেঙ্গানার খাম্মান সীমান্তের কাছে সুকমা জেলার কিস্তারাম পুলিশ থানার অন্তর্গত সাকলের এলাকার ঘন জঙ্গলে মাওবাদীদের গোপন আস্তানার খবর পেয়েই অভিযানে নামে নিরাপত্তা বাহিনী। এরপরই শুরু হয় গুলি বিনিময়। পুলিশের গুলিতে ঘটনাস্থলেই ওই মাওবাদীদের মৃত্যু হয়।
ছত্রিশগড় পুলিশের বাস্তার রেঞ্জের আইজি এস.আর.পি কাল্লুরি জানান, ‘মাওবাদীদের খবর পেয়েই তাদেরকে ধরতে চারদিক থেকে ঘিরে ফেলে হয়। এই অভিযানের নেতৃত্বে ছিল মাও দমনে প্রশিক্ষিত তেলেঙ্গানার গ্রেহাউন্ড বাহিনী। নিরাপত্তা বাহিনীর গুলিতে ঘটনাস্থলেই ৮ জন মাও সদস্য নিহত হয়েছে’। ঘটনাস্থল থেকে একটি একে-৪৭, এসএলআর, তিনটি এনসাস রাইফেল, একটি পয়েন্ট ৩০৩ রাইফেল উদ্ধার করা হয়েছে বলে জানান আইজিপি।
ঘটনার পরই নিরাপত্তা বাহিনীর সদস্যদের উদ্ধারের জন্য ঘটনাস্থলে হেলিকপ্টার পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, নিহতরা প্রত্যেকেই উত্তর তেলেঙ্গানার মাও স্কোয়াডের শীর্ষ স্থানীয় নেতা।
বিডি-প্রতিদিন/ ০১ মার্চ, ২০১৬/ রশিদা