কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধীর টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে অশ্লীল পোস্ট করার অভিযোগ উঠেছে।
বুধবার সন্ধ্যায় কংগ্রেস অফিস থেকে খবরটি নিশ্চিত করা হয়।
এর পর কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিংহ টুইট করে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, 'রাহুল গান্ধীর অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। যেই করে থাকুন না কেন, এই ভাবে জনগণের জন্য রাহুল গান্ধীর আন্দোলনকে বন্ধ করা যাবে না।'
জানা যায়, আজ আচমকাই রাহুল গান্ধীর টুইটার অ্যাকাউন্ট থেকে একের পর এক কুরুচিকর পোস্ট হতে থাকে। এই ভাবে পর পর ৮টি পোস্ট হয়। চোখে পড়ার সঙ্গে সঙ্গেই তা মুছে দেওয়া হয়। কিন্তু মুছে দেওয়ার মুহূর্তেই ফের একই ভাবে একটার পর একটা কুরুচিকর পোস্ট ভেসে ওঠে।
কে বা কারা তার অ্যাকাউন্ট হ্যাক করে এমন কাণ্ড ঘটাচ্ছেন তা এখনও স্পষ্ট নয়।