নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) প্রধান জন ব্রেনান বলেছেন, ইরানের সঙ্গে পরমাণু চুক্তি বাতিল বিপর্যয় ডেকে আনবে আর এটি হবে চরম বোকামির কর্ম। তিনি বলেন, রাশিয়ার প্রতিশ্রুতগুলো নিয়ে ট্রাম্পের আরো উদ্বিগ্ন হতে হবে।
'আমি প্রেসিডেন্ট নির্বাচিত হলে ইরানের সঙ্গে পরমাণু চুক্তি বাতিল করব। আর রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করব।' নির্বাচনী প্রচারের সময় ট্রাম্প এই কথা বলেছিলেন। তাই ট্রাম্পের এই দুই পরিকল্পনার ব্যাপারে সতর্ক করে দিলেন দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) প্রধান ব্রেনান।
বিডি প্রতিদিন/এ মজুমদার