ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) দেশটির নিয়ন্ত্রিত কাশ্মীরে আন্তর্জাতিক রেখা বরাবর ৩০ ফুট লম্বা ও ১০ ফুট গভীর একটি সুড়ঙ্গের সন্ধান পেয়েছে বলে জানিয়েছেন বিএসএফের মহাপরিচালক কে কে শর্মা। তিনি বলেন, আমরা সাম্বা সেক্টরের চাম্বলিয়ালে ওই সুড়ঙ্গের সন্ধান পেয়েছি। ওই সুড়ঙ্গ পথে অনেক পাকিস্তানি জঙ্গি ভারতে ঢুকে পড়েছে বলেও আমাদের সন্দেহ হচ্ছে।
জম্মু-কাশ্মীরে সেনাবাহিনীর ঘাঁটিতে ওই সুড়ঙ্গ পথে ঢুকে পাকিস্তানের জঙ্গিরা বড় ধরণের নাশকতার পরিকল্পনা করছিল বলে ধারণা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। এমন ভাবে সুড়ঙ্গটি বানানো হয়েছে যাতে, আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ওই সুড়ঙ্গ ধরেই ঢুকে পড়া যায় ভারতের সীমানায়।
বিডি প্রতিদিন/এ মজুমদার