ভারতের তামিলনাড়ুতে আতশবাজির কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার তিরুচিরাপল্লীতে ওই কারখানাটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বাজির মশলা মজুদ থাকায় ভয়ানক বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো এলাকা। অগ্নিকাণ্ডের ফলে কারখানাটির দুইটি তলা সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।
পাঁচ একর জায়গার ওপর ওই বিশাল কারখানাটিতে প্রায় ২০০ শ্রমিক কাজ করেন। এদিন সকালে ছয়টা নাগাদ তারা কাজে যোগ দেন। সকাল ৭.৩০ মিনিটের দিকে কারখানাটির একটি অংশে আগুন লাগে এবং তা ভেঙে পড়ে। প্রায় দুই কিলোমিটার পর্যন্ত বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়া যায় বলে স্থানীয়রা জানিয়েছেন।
জানা গেছে, ম্যানুফ্যাকচারিং ইউনিটেই প্রথম আগুন লাগে, সেসময় প্রায় ২০ জনের মতো কাজ করছিলেন ওই ইউনিটে। এরপরই দ্রুত তা ছড়িয়ে পড়ে অন্য জায়গাগুলিতেও। অগ্নিকাণ্ডের ঘটনায় চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিহতদের সকলেই ওই কারখানার শ্রমিক বলে জানা গেছে।
তামিলনাড়ুর ফায়ার ও রেসকিউ সার্ভিসের ডেপুটি ডিরেক্টর-ইন-চার্জ জি. সত্যনারায়ন জানান, এদিন সকালে তিরুচিরাপল্লীর কাছে ভেট্রিভেল এক্সপ্লোসিভ নামে ওই কারখানায় একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। গ্রাউন্ড ও একতলা ভেঙে পড়েছে। আগুন এখন পুরোটাই নিয়ন্ত্রণে যদিও এখনও পর্যন্ত ঘটনাস্থল থেকে ধোঁয়া বেরোচ্ছে। সেটাকেও নিয়ন্ত্রণে আনা যাবে। ফায়ার সার্ভিসের তিনটি গাড়ি এবং ২৫ জন কর্মী সেখানে কাজ করছে।
পুলিশ জানিয়েছে, ভারী বর্ষণের কারণে উদ্ধার কাজ ব্যহত হচ্ছে। যদিও আগুন এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে। ধ্বংসস্তুপের কাজ সরানো হলে আর কেউ নিহত আছে কি না তা জানা যাবে।
বিডি প্রতিদিন/ ১ ডিসেম্বর, ২০১৬/ফারজানা