অস্ট্রেলিয়ার প্রত্যন্ত একটি এলাকার মহাসড়কে ছুরিকাঘাতে ফরাসি এক পর্যটক নিহত হয়েছে। দেশটির পুলিশ আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।
পুলিশ জানায়, বুধবার বিকেলে এলিস স্প্রিংস থেকে প্রায় এক ঘণ্টা দূরত্বে স্টুয়ার্ট হাইওয়েতে এ হামলার ঘটনা ঘটে। এ সময় লোকটির সঙ্গে তার স্ত্রী ছিলেন। বিনা উসকানিতে এ হামলা চালানো হয়।
ডিটেকটিভ সুপারিন্টেন্ডেন্ট ট্রাভিস উরস্ট বলেন, অজ্ঞাত পরিচয় হামলাকারী আইলেরোন রোডহাইস থেকে ৩০ কিলোমিটার (১৮ মাইল) দূরে দুই ফরাসি পর্যটকের ওপর হামলা চালায়। পর্যটকরা স্বামী-স্ত্রী বলে ধারণা করা হচ্ছে।
তিনি বলেন, ‘বিনা উসকানিতে হামলাকারী পুরুষ পর্যটকের গলায় ছুরিকাঘাত করে বলে অভিযোগ করা হয়েছে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।’
হামলা চালিয়ে লোকটি একটি যানে করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পথিমধ্যে পুলিশ যানবাহনটি থামালে লোকটি গাড়ি থেকে লাফিয়ে বনের মধ্যে পালিয়ে যায়। তবে বৃহস্পতিবার সকারে তাকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, লোকটির স্ত্রী এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় প্রচণ্ড মানসিক আঘাত পেয়েছেন। এলিস স্প্রিংস হাসপাতালে তার চিকিৎসা চলছে।
বিডি প্রতিদিন/ ০১ ডিসেম্বর ২০১৬/ এনায়েত করিম-৯