পাঁচ হাজার কোটি টাকা ব্যয়ে আমেরিকার থেকে ১৪৫টি 'এম ৭৭৭' লাইনওয়েট কামান কিনতে চলেছে ভারতীয় সেনাবাহিনী। বৃহস্পতিবার এ বিষয়ে দুই দেশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। শীঘ্র ভারতীয় সেনার হাতে তুলে দেয়া হবে কামানগুলি। ভারতীয় সংবাদমাধ্যম কলকাতা টুয়েন্টিফোর জানায়, এসব কামান চীন সীমান্তে মোতায়েন করা হবে।
ভারতে দু’দিন ব্যাপী ১৫তম ভারত-মার্কিন মিলিটারি কোয়াপারেশন গ্রুপের মিটিং চলছে। সেখানেই স্বাক্ষরিত হয় চুক্তিটি। বৈঠকে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছেন এয়ার মার্শাল এএস বনশাল ও আমেরিকার হয়ে প্রতিনিধিত্ব করছেন মার্কিন মেরিন কর্পস ফোর্সের লেফট্যানেন্ট জেনারেল ডেভিড এইচ বার্গার।
বৈঠকে যোগ দিতে ভারতে এসেছে মার্কিন ডিফেন্স ফোর্সের ২৬০ সদস্য। এই কামান কেনার জন্য ভারতের পক্ষ থেকে আমেরিকার কাছে একটি আবেদন করা হয়। এরপরেই গত জুন মাসে ভারতের চিঠির উত্তর দেয় আমেরিকা।
বিডি প্রতিদিন/১ ডিসেম্বর, ২০১৬/ফারজানা