পশুর চর্বি ব্যবহার করায় ব্রিটেনের ধর্মীয় নেতা এবং নিরামিষাশীরা নোট বাতিলের দাবি জানিয়েছেন। ব্যাঙ্ক অব ইংল্যান্ড সম্প্রতি পাঁচ পাউন্ডের নতুন নোট বাজারে ছাড়ে। ব্যাঙ্কের পক্ষ থেকে জানানো হয়েছে, নোট বানাতে পশুর চর্বি ব্যবহার করা হয়েছে। তবে কোন পশুর চর্বি তা জানানো হয়নি।
তাতেই ধর্মীয় নেতারা আপত্তি জানিয়েছেন। নোট বাতিলের দাবিতে সবচেয়ে বেশি সরব ব্রিটিশ হিন্দুরা। পাঁচ পাউন্ডের নোট দক্ষিণা হিসেবেও নিচ্ছে না ব্রিটেনের কোনও মন্দির। নোট বাতিলে এরইমধ্যে সই সংগ্রহ শুরু হয়েছে। এক লক্ষ সই সংগ্রহ হয়ে গেলে নিয়ম অনুযায়ী সংসদে তা নিয়ে আলোচনা করতে হবে। এরইমধ্যে ৯৬ হাজারের বেশি সই সংগ্রহ হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে ব্যাঙ্ক অব ইংল্যান্ডের কাছে নোট বাতিলের আবেদনে বলা হয়েছে, নতুন পাঁচ পাউন্ডের নোটে পশুর চর্বি ব্যবহার করা হয়েছে। লক্ষ লক্ষ নিরামিষাশী, হিন্দু, শিখ, জৈন এবং অন্যান্য ধর্মের মানুষের কাছে গ্রহণযোগ্য নয়। আমাদের আবেদন এই নতুন নোট বাতিল করা হোক।
বিডি প্রতিদিন/ ১ ডিসেম্বর, ২০১৬/ফারজানা